- সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেখানে a, b হল দুটি লম্ব বাহু এবং c হল অতিভুজ (বড় বাহু), সেখানে a² + b² = c² সূত্রটি প্রযোজ্য হয়। - এই সূত্রটি পীথাগোরাস থিওরেম নামেও পরিচিত।
সুতরাং, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল: পীথাগোরাস।
- পীথাগোরাস ছিলেন একজন প্রাচীন গ্রিক গণিতবিদ ও দার্শনিক। তিনি এই বিখ্যাত সূত্রটি আবিষ্কার করেন, যা সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে।
- অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। - সমকোণী ত্রিভুজের একটি বাহুর পরিমাপ 90 ডিগ্রি হলে, সেই বাহুর বিপরীত বাহুকে অতিভুজ বলে।
- অতিভুজ হল ত্রিভুজের বৃহত্তম বাহু। - পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতিভুজের বর্গ অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির সমান। সুতরাং, অতিভুজের বিপরীতে থাকা কোণটি সমকোণ।
- কম্পিউটারের দুইটি অংশ। হার্ডওয়্যার এবং সফটওয়্যার। - মাউস, কিবোর্ড, মনিটর, সিপিইউ এসব হচ্ছে হার্ডওয়্যার। - এবং এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, উইন্ডোজ এসব হচ্ছে সফটওয়্যার।
- WAN বা Wide Area Network হল একটি বড় আকারের কম্পিউটার নেটওয়ার্ক যা বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত থাকে। - এটি একাধিক শহর, রাজ্য, দেশ বা এমনকি মহাদেশ জুড়ে বিস্তৃত হতে পারে। - WAN ব্যবহার করে দূরবর্তী অবস্থানে থাকা কম্পিউটার, সার্ভার এবং অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসগুলি একে অপরের সাথে সংযুক্ত হতে পারে।
WAN এর কয়েকটি বৈশিষ্ট্য: - বৃহৎ এলাকা জুড়ে বিস্তৃতি, এটি বড় ভৌগোলিক এলাকা কভার করে। - WAN তৈরি করতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট লিংক, মাইক্রোওয়েভ লিংক ইত্যাদি। - বিশ্বব্যাপী ইন্টারনেট নেটওয়ার্ক হল WAN এর একটি উদাহরণ। - বড় প্রতিষ্ঠানগুলি তাদের বিভিন্ন শাখা অফিস সংযুক্ত করতে WAN ব্যবহার করে। - LAN (Local Area Network) এর তুলনায় WAN এর গতি ও ব্যান্ডউইডথ কম হতে পারে, কারণ এটি বড় দূরত্ব কভার করে।
উদাহরণস্বরূপ, যখন আপনি আপনার মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করেন বা একটি দেশ থেকে অন্য দেশে ইমেইল পাঠান, তখন আপনি WAN ব্যবহার করছেন।
- ই-মেইল (Electronic Mail) ঠিকানা হল ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয় । - ই-মেইল ঠিকানা '@' চিহ্ন দ্বারা দুইভাগে বিভক্ত । - @ চিহ্নের আগের অংশ User name এবং পরের অংশটি হল Domain name. - ১৯৭২ সালে ই-মেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্নটি ব্যবহৃত হয়।
- Hyper Text Markup Language এর সংক্ষিপ্ত HTML. - যে প্রোগ্রাম ব্যবহার করে হাইপার টেক্সট ডকুমেন্ট পড়া যায় তার নাম ব্রাউজার । - এই সমস্ত সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে ওয়েবে বিচরণ করার নাম ব্রাউজিং । - World Wide Web (www) ফাইল তৈরি করতে ইহা ব্যবহার করা হয় । - এই ফাইলসমূহ সাধারণভাবে ওয়েব পেইজ ( Web Page ) নামে পরিচিত । - ইন্টারনেটের যে প্রটোকলের অধীনে এ সমস্ত হাইপার টেক্সট আদানপ্রদান করা হয় তাকে http বলে ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- কম্পিউটার কীবোর্ড হল একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীদের কম্পিউটারে তথ্য ও নির্দেশ প্রবেশ করাতে সাহায্য করে। - এটি কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের একটি প্রধান মাধ্যম।
কীবোর্ডের গুরুত্ব: - টাইপিং দক্ষতা থাকলে কীবোর্ড ব্যবহার করে দ্রুত তথ্য প্রবেশ করানো যায়। - প্রায় সব ধরনের কম্পিউটার কাজে কীবোর্ড অপরিহার্য। - সহজ ও দীর্ঘস্থায়ী ব্যবহারযোগ্যতার জন্য কীবোর্ড জনপ্রিয়।
সুতরাং, কম্পিউটার কীবোর্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস যা ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে, মানুষের নির্দেশ ও তথ্যকে কম্পিউটারের বোধগম্য ডিজিটাল সংকেতে রূপান্তরিত করে।
টাইমড আউট (ক্রিকেট আইন-৪০): - একজন ব্যাটসম্যান হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে যদি নতুন ব্যাটসম্যান বাউন্ডারি লাইনের ভিতরে প্রবেশ না করে তাহলে ব্যাটসম্যানকে আউট হন। – টেস্টে ১৮০ সেকেন্ডস, অডিআই তে ১২০ সেকেন্ডস এবং টি-২০ তে ৯০ সেকেন্ডস সময়ের মধ্যে নতুন ব্যাটসম্যানকে বাউন্ডারি লাইনের ভিতরে প্রবেশ করতে হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইম আউট’ হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইম আউটের আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ।
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়। - এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে। - বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি। - এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
এ আসরে- - সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। - সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং - সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)। - আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- ১৯ জানুয়ারি ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান 'মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে। - এর আগে ১ম আমেরিকা, ২য় রাশিয়া, ৩য় চীন ও ৪র্থ ভারত এ কৃতিত্ব অর্জন করে। - স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি। - ৭ সেপ্টেম্বর ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান । - দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়। - এর আগে ২৩ আগস্ট ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।
- ১৭ই মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনকের প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা হয় ১৯২৭ সালে। - বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ সীতানাথ একাডেমির (বা পাবলিক স্কুলে) তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয় ১৯২৯ সালে। - মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু বেরীবেরি রোগে আক্রান্ত হন ১৯৩৪ সালে। - ১৯৩৭ সালে অসুস্থতার কারণে বঙ্গবন্ধুর লেখাপড়া বন্ধ ছিলো, আবার তা শুরু হয়। - ১৬ জানুয়ারি, ১৯৩৮ সালে বাংলার প্রধামন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। - ১৯৩৮ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি বেগম ফজিলাতুননেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। - ১৫ আগস্ট, ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন।
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন। - পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়। - ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়। - ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি। - রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ। - ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়।
অন্যদিকে, ব্রিসবেন: এটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী। মেলবোর্ন: এটি ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী। সিডনী: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী এবং অস্টেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম শহর।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলায় অবস্থিত। - এটি মুন্সীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। - মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক ১৬৬০ সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা নামে এই দুর্গটি নির্মিত হয়।
- ১৯৬১ সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। - ১৯৬২ সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী তীরবর্তী রূপপুর-কে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয়। - এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া। - রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে। - মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। - মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্রে হয়ে একটি সরকার গঠন করার সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়। - এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলার অস্থায়ী সরকার গঠন করা হয়। - এরপর ১৭ এপ্রিল, ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন । - আর মুজিবনগর সরকারের (প্রবাসী বাংলাদেশ সরকারের) অস্থায়ী সচিবালয় পশ্চিমবঙ্গের কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮ বাড়িতে স্থাপন করা হয়। - পরবর্তীতে এটি ৮ নং থিয়েটার রোডে (বর্তমান নাম শেক্সপিয়র সরণি) স্থানান্তর করা হয়।
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। - এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। - বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ও জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। - পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে। - এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। - নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়। - এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
“টাকায় টাকা আনে” - প্রবাদটির শুদ্ধ ইংরেজি হল- Money begets money - এই বাক্যাংশটিতে “begets” শব্দটি “জন্ম দেয়” বা “উৎপাদন করে” অর্থে ব্যবহৃত হয়েছে।
এরকম আরও কিছু বাক্য: - Morning shows the day- উঠতি মুলো পত্তনেই চেনা যায়; - Better late than never- একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো । - Barking dog seldom bites- যত গর্জে তত বর্ষে না।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- সাধারণত consonant দিয়ে শুরু হওয়া word এর পূর্বে article হিসেবে a বসে। - তবে কোনো শব্দের শুরুতে h যদি অনুচ্চারিত থাকে তাহলে তার পূর্বে an বসে। - যেমন: an honest man, an hour ইত্যাদি।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।