স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মিডওয়াইফ (২৮.১২.২০২০) (98 টি প্রশ্ন )
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন। আইয়ুব খান বিরোধী এ আন্দোলনে নিহত হওয়ায় তৎকালীন আইয়ুব গেট এর নাম পরিবর্তন করে শহিদ আসাদের নামে করা হয় আসাদ গেট।
গর্ভাবস্থায় প্রথম তিন মাস খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ এই সময় গর্ভস্থ ভ্রূণের কোষ বিভাজিত হতে থাকে ও নানা অঙ্গ-প্রতঙ্গ তৈরি হয়ে থাকে। তখন এক্সরে সহ যেকোন ধরনের তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা নিষেধ। কেননা তেজস্ক্রিয় পদার্থ কোষ বিভাজনকে অস্বাভাবিক করে। ফলে শিশুর বিকলাঙ্গতা দেখা দিতে পারে। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে এক্সরে করা হয়।
বাংলাদেশ ২০১৮ সালে প্রথম কাতার থেকে LNG আমদানি করে। কাতারের সাথে ১৫ বছর মেয়াদি এ আমদানি চুক্তি অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১.৮ মিলিয়ন টন হারে প্রথম পাঁচ বছর এবং প্রতি বছর ২.৫ মিলিয়ন টন হারে LNG পরের দশ বছর আমদানি করবে।
অল্পবয়স্ক বা সেই সকল মহিলা যাদের কখনো সন্তান হয়নি তারা IUCD বা IUD ব্যবহার করতে পারেন। কারণ তাদের জরায়ুর আকার, যারা একবার গর্ভবতী হয়েছেন তাদের থেকে ছোট হয়। যেসকল মহিলারা ঋতুচক্রের রক্তস্রাব বেশি হয় তাদের জন্য IUCD প্রযোজ্য।
বিপরীত শব্দ: অনুরাগ- বিরাগ, অভিমান- নিরভিমান, বিবাদ- বন্ধুতা।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী সমগ্র দেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করেছিলেন
প্রদত্ত বাক্যে before এর পরে past indefinite tense থাকায় পূর্বের অংশ past perfect tense হবে। তাই বলতো শূন্যস্থানে had started বসবে। অপশন (3) passive structure হওয়ায় এবং বাকি দুটি অপশনের পরের অংশের সাথে tense- এর সামাঞ্জস্য না থাকায় তা সঠিক নয়।
গর্ভাবস্থায় check- up এর জন্য মাতৃমঙ্গল কেন্দ্রের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেকআপ করা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় তার মধ্যে রয়েছে- মায়ের ব্লাড প্রেসার মাপা, উচ্চতা ও ওজন পরিমাপ, গর্ভের শিশুর হার্ট রেট পরীক্ষা, মায়ের রক্ত ও প্রস্রাব পরীক্ষা ইত্যাদি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা' । এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র— কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস— রাজসিংহ, দুর্গেশনন্দিনী, চন্দ্রশেখর, বিষবৃক্ষ, রজনী, মৃণালিনী, কৃষ্ণকান্তের উইল। অন্যদিকে চরিত্রহীন, পরিণীতা গৃহদাহ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
[Note: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৯৬ শতাংশ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে]
টিউবেকটমি/ লাইগেশন হলো মহিলাদের পরিবার পরিকল্পনায় স্থায়ী পদ্ধতি। ইঞ্জেকশন পদ্ধতি হল তিন মাস মেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। নরপ্ল্যান্ট ও ওরাল পিল মহিলাদের জন্য স্বল্প মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
রূমিং- ইন সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এটি কেবল মায়েদেরকে তাদের বাচ্চাদের সাথে বেশি সময় ব্যয় করার সুযোগই দেয় না, breast feeding- এও উৎসাহিত করে।
Uterine prolapse বা জরায়ু প্রলাপস হলো
প্রদত্ত অপশনগুলো তে natural অর্থ প্রাকৃতিক, rational অর্থ বিচারবুদ্ধিসম্পন্ন, wild অর্থ বন্য এবং unsocial অর্থ অসামাজিক। তাই মানুষ বিচারবুদ্ধি সম্পন্ন প্রাণী অর্থে অপশন (2) rational সঠিক উত্তর।
Perinium- এর আশে পাশে ছিড়ে গেলে তাতে জটিলতার সম্ভাবনা থাকে এবং সহজে এই ঘা শুকায় না। তাই Perinium ছিড়ে যাওয়া থেকে রক্ষা করতে Episiotomy দেওয়া হয়। এতে পরবর্তী গর্ভধারণেও এপিসিওটমির স্থানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
বাংলাদেশের পদ্মা নদী এক পাড়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এবং অন্য পাড়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মিলিত হয়েছে।
বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বন্ধ রয়েছে। তারমধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। মোট বর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি, অর্ধমাত্রা ৮ টি, পূর্ণমাত্রার ৩২ টি বর্ণনা রয়েছে।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রসবকালীন জরুরী চিকিৎসা বা EOC (emergency obstetric care) অত্যাবশ্যকীয় হিসেবে চিহ্নিত করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক কাব্য ধর্মী উপন্যাস 'শেষের কবিতা'। এটি ১৯২৮ সালে ' পত্রিকায় ছাপা হয়। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস- চোখের বালি, নৌকাডুবি, গোরা, যোগাযোগ, দুই বোন, ঘরে-বাইরে, চতুরঙ্গ।
আশুগঞ্জ- ভৈরব বাজার নদী বন্দর মেঘনা নদীর তীরে অবস্থিত। এ নদী বন্দর ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ হল 'অগ্নিবীণা' । এ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' ১৯২২ শালী সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'। এছাড়াও রক্তাম্বরধারিণী মা, কামাল পাশা, আগমনী, খেয়াপারের তরণী এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা।
৩০ বছরের পর থেকেই বিমান সংখ্যা এবং গুণগত মান কমতে থাকে। এই সময় গর্ভধারণের চেষ্টা দিনের পর দিন ব্যর্থ হতে পারে। তাই ৩০ বছর বয়সের পরে নারীদের জন্য সন্তান নেওয়ার ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।
একটি শিশুকে জন্মের পর ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উচিত। এ সময় পর্যন্ত একটি শিশুর যে পরিমাণ পুষ্টি দরকার তার সবটুকু মায়ের দুধেই পাওয়া যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) অনুযায়ী গর্ভাবস্থায় কম মাত্রার হিমোগ্লোবিন (এইচ বি< জি/ডি এল) থাকাকে গর্ভাবস্থার রক্তস্বল্পতা (anaemia) বলে। গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অসময়ে জন্মদান, জন্মের পর শিশুর কম ওজন, মাতৃত্বকালীন মৃত্যু ঘটাতে পারে। মূলত anaemia মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) রিপোর্ট -২০২২ অনুসারে মাছ উৎপাদনে বাংলাদেশ -
- ইলিশ মাছ উৎপাদনে - ১ম।
- স্বাদুপানির পাখনাযুক্ত মাছ (ফিনফিশ) উৎপাদনে -২য়।
- স্বাদু পানির মাছ উৎপাদনে - ৩য়, এক্ষেত্রে চীন ও ভারতের অবস্থান যথাক্রমে ১ম ও ২য় ।
- চাষের মাছ উৎপাদেনে - ৩য়।
- সামুদ্রিক মৎস্য আহরণে - ২৮তম।

সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ণের কারণে ইউরোপের দেশ নরওয়েতে দুটি ভিন্ন মৌসুমে অর্থাৎ বছরের অর্ধেকটা সময় সূর্য কখনো অস্তমিত হয় না। আর বছরের বাকি অর্ধেক সময় একেবারেই সুর্যের দেখা মেলে না।
সন্তান প্রসবের পর মা ও শিশুর শরীর দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এই সময় সঠিক যত্ন নিলে এবং কিছু নিয়ম মেনে চললেই এসব জটিলতা এড়ানো সম্ভব। প্রসবের পরপরই মায়ের এবং নবজাত শিশুর যত্ন নেওয়া ও প্রসবের পর ৬ সপ্তাহ পর্যন্ত মা ও শিশুর অবস্থা ফলোআপ করাকে প্রসব পরবর্তী সেবা বলা হয়। প্রসব পরবর্তী জটিলতা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—খিঁচুনি বা অজ্ঞান হওয়া, তলপেটে প্রচন্ড ব্যথা হওয়া ইত্যাদি।
কোন জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ প্রকৃতির ইত্যাদি জানার জন্য pH একক ব্যবহার করা হয়। pH এরমান দ্বারা পানিতে হাইড্রোজেন পরিমাপ করা। সুতরাং কোন দ্রবণের pH হল ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H⁺) ঘনমাত্রার ঋনাত্মক লগারিদম। অর্থাৎ pH = -log [H⁺]

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জাতিসংঘের বর্তমান (১০ম) মহাসচিব হলেন অ্যান্টনিও গুতেরেস। পর্তুগালের সাবেক এ প্রধানমন্ত্রী ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব পদে বহাল আছেন। ২য় মেয়াদে আবার নির্বাচিত হলেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0