সরকারি কর্মকমিশন (পিএসসি) (সিনিয়র স্টাফ নার্স) - ০২.০৯.২০২৩ (99 টি প্রশ্ন )
- নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৮৯৩ সালের ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদ একটি আইন পাস করে, যা সকল বয়স্ক নারীকে ভোটাধিকার প্রদান করে। 
- নিউজিল্যান্ডের ভোটাধিকার আন্দোলনের নেতৃত্বে ছিলেন কেট শেপার্ড।
- নিউজিল্যান্ড ওশেনিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- এর রাজধানীর নাম ওয়েলিংটন।
- নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত।
- তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্টুয়ার্ট দ্বীপ এবং চাথাম দ্বীপ।
- নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদের ভাষা হল মাওরি।
- বাংলা বর্ণমালা ৫০ টি বর্ণ রয়েছে । তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি ।

- পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ৩২ টি, ৮ টি ও ১০ টি ।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত সামাজিক প্রহসন ‘একই বলে সভ্যতা’(১৮৬০): নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলা ও অনাচারের কাহিনীই এ প্রহসনের মূল সুর।

ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা কবিতায় প্রথম আধুনিকতার প্রবর্তক ও প্রথম আধুনিক কবি। তিনি প্রথাগত ছন্দ ও অলঙ্কারের ব্যত্যয় ঘটিয়ে পাশ্চাত্য সাহিত্যের অনুকরণে বাংলা কবিতায় প্রথম সনেটের সংযোজন করেন। তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম ‘বঙ্গভাষা’ । এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। সনেটে মধুসূদনের প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে।

তাঁর রচিত নাটক ও প্রহসন
- শর্মিষ্ঠা নাটক (১৮৫৯)
- কৃষ্ণকুমারী নাটক (১৮৬১)
- মায়া-কানন (১৮৭৪)
- বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)
- পদ্মাবতী নাটক (১৮৬০)

তাঁর রচিত কাব্য
- তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)
- মেঘনাদবধ কাব্য (১৮৬১)
- চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫)
- ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)
- বীরাঙ্গনা কাব্য (১৮৬২)
১৯২২ সালে ''আনন্দময়ীর আগমনে'' এবং ''বিদ্রোহীর কৈফিয়ত'' নামক কবিতা ধুমকেতু পত্রিকায় প্রকাশের জন্য কাজী নজরুল ইসলাম এক বছর কারাবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ
- অগ্নিবীণা (১৯২২)
- নতুন চাঁদ (১৯৩৯)
- মরুভাস্কর (১৯৫১)
- সঞ্চয়ন (১৯৫৫)
- সঞ্চিতা (১৯২৫)
- ফনীমনসা (১৯২৭)
- চক্রবাক (১৯২৯)
- সাতভাই চম্পা (১৯৩৩)
- নির্ঝর (১৯৩৯) ইত্যাদি। 
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
- এ যুদ্ধে নেতৃত্ব দেন নেপোলিয়ন বোনাপার্ট (ফরাসি বিপ্লবের শিশু)। 
- লেখনির মাধ্যমে অনুপ্রেরণা যুগিয়েছিল রুশো ও ভলতেয়ার।
- এ বিপ্লবের ফলে রাজা ষোড়শ লুইয়ের পতন হয়েছিল। এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত "থার্ড স্টেট" বা সাধারন মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। 
- এই বিপ্লবের শ্লোগান ছিল- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব" অথবা "Liberty, Equality and Fraternity".
- এই বিপ্লবের সময়কাল ছিল ১৪ জুলাই ১৭৮৯ থেকে ১৭৯৯।
 - বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ ছেড়াদ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত নিঝুম দ্বীপের অবস্থান হাতিয়া, নোয়াখালী ।

- ১৯৪০ সালে দ্বীপটি জেগে উঠে এবং ১৯৫০ সালে জনবসতি গড়ে উঠে।

- এ দ্বীপের আয়তন ৯১ কি.মি.। এটি চর ওসমান, গোল্ডেন আইল্যান্ড ও বাউলার চর নামেও পরিচিত।
Palestine Liberation Organization (PLO) গঠনের উদ্দেশ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। এর সদর দপ্তর পশ্চিম তীরের রামাল্লায়। এটি ১৯৬৪ সালে গড়ে ওঠে।

- পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন ১ জুলাই, ১৯৯৪ সালে। 

- ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত অসলো চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।

- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
- স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল। এ ডাকটিকিটের ডিজাইনার বিমান মল্লিক।

- এটি ২৯ জুলাই, ১৯৭১ সালে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পর্বাংশে অবস্থিত । 
- এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় । 
- এ দ্বীপটির পশ্চিম, উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিমি. প্রবাল প্রাচীর । 
- এ দ্বীপটির অপর নাম নারিকেল জিঞ্জিরা । 

- সুয়েজ খাল (Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল।

- এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

- উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না।


- সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)।

- দ্বীপটির স্থানীয় নাম ‘নারিকেল জিঞ্জিরা’। 

- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গ কিমি।
- ১১ ফ্রেব্রুয়ারি, ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- দেশটি পোপ কর্তৃক শাসিত হয় ।
- এর মুদ্রার নাম ইউরো, কিন্তু ইইউ সদস্য নয়।
- ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- এটি স্থলবেষ্টিত রাষ্ট্র। 
- উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া যার আয়তন ১,৭০,৭৫,২০০ বর্গ কিঃমিঃ ।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল।

- ১৯৭২ খ্রিস্টাব্দের ৪ঠা নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহিত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
- যে ডাক্তার কিডনি রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন তাকে nephrologists বলে। 
-Urologist =মুত্ররোগ বিশেষজ্ঞ
-Pathologist=রোগতত্ত্ববিদ
-neurologist =স্নায়ুরোগ বিশেষজ্ঞ
- ফিমার মানবদেহের পশ্চাৎপদের প্রথম বড় অস্থি৷
- এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি।
- এর ঊর্ধ্বপ্রান্তে একটি গোল মস্তক, গ্রীবা ও ছোট বড় ট্রোকেল্টার অবস্থিত।
- আর নিম্নপ্রান্তে দুটি কন্ডাইল বিশিষ্ট ফিমারের মস্তক শ্রেণিচক্রে অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে।
- এর প্রান্তে প্যাটেল নামক চ্যাপ্টা সিগময়েড অস্থি থাকে।
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন।
- বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার।
- বাংলা ভাষা ও সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতস্বরূপ ১৯৬০ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' প্রবর্তন করা হয়।
- একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।
- Decrease pulse rate (হ্রাসপ্রাপ্ত নাড়ীর গতি): এটি shock এর feature নয়। বরং, shock এর সময় সাধারণত হৃদস্পন্দন বেড়ে যায় (tachycardia), কারণ শরীর রক্তসঞ্চালন বজায় রাখার চেষ্টা করে।
- Feeble pulse (দুর্বল নাড়ীর স্পন্দন): এটি shock এর একটি সাধারণ লক্ষণ। রক্তচাপ কমে যাওয়ার কারণে নাড়ীর স্পন্দন দুর্বল হয়ে যায়।
- Hypotension (নিম্ন রক্তচাপ): এটিও shock এর একটি প্রধান লক্ষণ। রক্তসঞ্চালন কমে যাওয়ার ফলে রক্তচাপ দ্রুত কমে যায়।
- Decreased temperature (হ্রাসপ্রাপ্ত শরীরের তাপমাত্রা): এটি shock এর একটি লক্ষণ। রক্তপ্রবাহ কমে যাওয়ার ফলে শরীরের প্রান্তীয় অংশগুলি (যেমন হাত-পা) ঠান্ডা হয়ে যায়।
- স্বাভাবিক fetal heart rate বা ভ্রূণের হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে ১২০ থেকে ১৬০ বার হয়। এই পরিসীমাটি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক থেকে শুরু করে প্রসবের আগ পর্যন্ত স্বাভাবিক বলে বিবেচিত হয়।

- এই হার প্রসবপূর্ব পরীক্ষার সময় বা প্রসবকালীন সময়ে পর্যবেক্ষণ করা হয়। যদি fetal heart rate এই পরিসীমার বাইরে যায়, তা ভ্রূণের স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে ।

- গর্ভের ফেটাল বাচ্চার হার্ট রেটের অস্বাভাবিক অবস্থা বুঝে ফেটাল এর distress বোঝা যায়। যদি হার্টবিট অনেক বেশি বা অনেক কম হয় তবে এ থেকে বোঝা যায়, ফেটাল কোনো সমস্যায় আছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যেসব গ্রন্থি নালিবিহীন, ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়, সে সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যথা: পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল ইত্যাদি।

- যেসব গ্রন্থি নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে উৎপত্তিস্থলের অদূরেই বহন করে, সেগুলোকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। এদের নিঃসৃত পদার্থ রস(Juice) নামে পরিচিত। যথা: লালাগ্রন্থি, যকৃত(লিভার), অগ্ন্যাশয় ইত্যাদি।
- Tranexamic acid - এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ঔষধটি রক্তক্ষরণ কমাতে ব্যবহৃত হয় এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে উৎসাহিত করে।
- Aspirin - এটি রক্ত পাতলা করে এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
- Heparin - এটি রক্ত পাতলা করার ঔষধ যা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
- Diclofenac - এটি একটি ব্যথানাশক ও প্রদাহরোধী ঔষধ। এটি রক্ত জমাট বাঁধার সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- পটাশিয়াম আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য খনিজ। এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ঠিকমতো কাজ করতে ভূমিকা রাখে।

- শরীরের পেশি সংকোচন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর স্নায়ু ফাংশন বজায় রাখা এবং ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে।

- মানুষের শরীরে রক্তে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা ৩.৫-৫ mmol/L.
-প্রাপ্তবয়স্কদের জন্য স্বাস্থ্যকর বডি মাস ইনডেক্স (BMI) পরিসীমা হলো 18.5 থেকে 24.9।
-BMI হলো শরীরের ওজন এবং উচ্চতার একটি পরিমাপ যা শরীরের ওজনের অস্বাস্থ্যকর মাত্রা নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
-BMI 18.5 থেকে কম হলে, এটিকে কম ওজন বলে মনে করা হয়।
-BMI 25 থেকে 29.9 এর মধ্যে হলে, এটিকে অতিরিক্ত ওজন বলে মনে করা হয়।
-BMI 30 বা তার বেশি হলে, এটিকে স্থূলতা বলে মনে করা হয়।
- Autoclave হলো একটি যন্ত্র । 

- Autoclave পদ্ধতিতে কোনো instrument -কে disinfect ও sterilized করতে উচ্চতাপমাত্রা ও চাপে জলীয় বাস্প মাধ্যমে সকল আণূবিক্ষণিক জীবাণু ও স্পোর মেরে ফেলা হয় ।

- যেহেতু একই সাথে অল্প সময়ের মধ্যে এ কাজটি করা হয় তাই এটিই সহজ পদ্ধতি । 
- OCP (Oral Contraceptive Pill): এটি একটি কম্বিনেশন পিল যা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ধারণ করে। স্তন্যদানকারী মায়েদের জন্য এটি ডেলিভারীর ৬ মাসের আগে ব্যবহার করা উচিত নয়, কারণ এটি দুধের উৎপাদন কমিয়ে দিতে পারে।
- IUCD (Intrauterine Contraceptive Device): এটি একটি ছোট, টি-আকৃতির ডিভাইস যা জরায়ুর ভিতরে স্থাপন করা হয়। এটি ডেলিভারীর ৬ সপ্তাহ পর থেকে ব্যবহার করা যায়।
- Implant: এটি একটি ছোট, নরম প্লাস্টিকের রড যা ত্বকের নিচে স্থাপন করা হয়। এটি ডেলিভারীর পর যে কোনও সময় ব্যবহার করা যায়।
- Minipill: এটি একটি প্রজেস্টেরন-ভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পিল যা স্তন্যদানকারী মায়েরা ব্যবহার করতে পারেন। এটি ডেলিভারীর ৬ সপ্তাহ পর থেকে ব্যবহার করা যায়।
- শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হয়। শিশু জন্মের প্রথম ২-৩ দিন পর্যন্ত মায়ের বুকের দুধকে শাল দুধ বলে।

- এতে প্রচুর এন্টিবডি থাকে যা শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এটাকে শিশুর জীবনের প্রথম টিকাও বলা হয়। মায়ের দুধের প্রোটিনকে লেকটো এলবুমিন বলে।

- যদি বাচ্চা প্রথম ৬ মাস কেবল মায়ের বুকের দুধ খায় তবে তাকে এক্সক্লুসিভ দুধ পান বলে। মায়ের দুধে শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য টরিন নামক উপাদান থাকে।

- দুধে শর্করার পরিমাণ ৭.৪ গ্রাম। আর গরুর দুধে শর্করা থাকে ৪.৬ গ্রাম।
- সাধারণত যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলে। ভাইরাস দ্বারা যকৃতের প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলে।

- HbsAg (Hepatitis B surface Antigen): এটি হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন। এই পরীক্ষা দ্বারা রক্তে ভাইরাসের উপস্থিতি নির্ণয় করা হয়।

- Anti-HbsAg (Antibody to Hepatitis B surface Antigen): এটি হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডি। এই পরীক্ষা দ্বারা ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করা হয়।

- Anti-HCV (Antibody to Hepatitis C Virus): এটি হেপাটাইটিস সি ভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডি। এই পরীক্ষাটি হেপাটাইটিস সি ভাইরাস সনাক্ত করার জন্য ব্যবহৃত হয়, হেপাটাইটিস বি'র জন্য নয়।
- জন্ডিস (Jaundice) যা ইক্টেরাস (ictetus) নামেও পরিচিত, আসলে কোন রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র।
- জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক,স্ক্লের বা চোখের সাদা অংশ ও অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়।
- রক্তে বিলিরুবিনের ঘনত্ব 1.2 mg/dL এর নিচে থাকে (25 µmol/L এর নিচে)। 3 mg/dL বা 50 µmol/L এর বেশি হলে জন্ডিস হয়। 
- jaundice শব্দটি ফরাসি শব্দ jaunisse, থেকে এসেছে যার অর্থ হলুদাভ।
- একলেমশিয়া এক ধরনের খিচুনি যা গর্ভবতী মহিলাদের হয়। এটি সন্তান প্রসবের সময় বা প্রসবের পরেও হতে পারে।

- এর লক্ষণগুলো হলো- অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া, মুখ বা হাত ফুলে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া ও চোখে অন্ধকার দেখা। আর এটি নিয়ন্ত্রণে শিরা পথে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন দেওয়া হয়।

- ম্যাগনেশিয়াম সালফেট ইনজেকশন দেওয়ার সময় ইউরিনের পরিমাণ মনিটর করতে হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ভিটামিন-কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনোন।
- এটি প্রোথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে, যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।
- এছাড়াও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেও ভিটামিন কে ব্যবহার করা হয়।
- ভিটামিন-কে রক্ত তঞ্চন (Blood Clotting) করার প্রয়োজনীয় প্রোটিন ফিব্রিনোজেন তৈরি করে।
- এর অভাবে শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়। 
- ভিটামিন কে এসেনশিয়াল ফ্যাটসলিউবল ভিটামিন।
- এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।
- ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে।
- সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম প্রভৃতি ভিটামিন কে এর উৎস।
- ভিটামিন- ডি এর অভাবে রিকেটস ও অস্টিওম্যালাসিয়া রোগ হতে পারে।
- ভিটামিন- এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0