পিএসসি (সিনিয়র স্টাফ নার্স) - ৩১.০৫.২০২৪ (101 টি প্রশ্ন )
ভাইরাস ঘটিত রোগসমূহ:
১. জন্ডিস
২. গুটি বসন্ত
৩. হাম
৪. বার্ড ফ্লু
৫. সোয়াইন ফ্লু
৬. পোলিও
৭. এইডস
৮. জলাতঙ্ক
৯. নিপাহ
১০. ইবোলা
১১. ডেঙ্গু
১২. চোখ ওঠা
১৩. করোনা

ব্যাকটেরিয়া ঘটিত রোগসমূহ:
১. নিউমোনিয়া
২. ডিপথেরিয়া
৩. টাইফয়েড
৪. যক্ষ্মা
৫. গনোরিয়া
৬. কলেরা
৭. রক্ত আমাশয়
৮. প্লেগ
- নার্সিং একটি সেবামূলক পেশা।
- অসুস্থ মানুষকে সেবা করাই এ পেশার প্রধান দায়িত্ব আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার কর্মে জানিয়ে দিয়েছেন নার্সিং একটি পেশা নয়, এটি মূলত সেবা।
- রোগীকে সম্মান করা, রোগীর মতামতের গুরুত্ব দেয়া, রোগীর প্রয়োজনে সাড়া দেয়া রোগীর চিকিৎসার সাথে সম্পৃক্ত নির্দেশনাসমূহ সঠিকভাবে পালন করা প্রভৃতি নাসিং সেবার অংশ।
- ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
- আর ৮ মার্চ ২০২০ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়।
- করোনাভাইরাসের লক্ষণগুলো হলো-জ্বর, ক্লান্তি, শ্বাসকষ্ট, গলাব্যথা, শুকনো কাশি, ঘনঘন থুতু, পেশি/গাঁটে যন্ত্রনা ও মাথাব্যথা।
- অলফ্যাকটরি হলো মস্তিষ্কের একমাত্র করোটিক স্নায়ু বা সংবেদী।
- এটি ঘ্রাণের সংবেদনগুলোকে মস্তিষ্কে প্রেরণ করে।
- অলফ্যাক্টরি স্নায়ু মস্তিষ্কের নীচে, নাকের ভেতরের দিকের ঘ্রাণসংবেদী কোষ থেকে শুরু হয়।
- এই কোষগুলো সুগন্ধযুক্ত অণুগুলোর সাথে সংযুক্ত হয়।
- যখন সুগন্ধযুক্ত অণুগুলো ঘ্রাণসংবেদী কোষগুলোর সাথে সংযুক্ত হয় তখন সেগুলো স্নায়ু আবেগ তৈরি করে।
- এই স্নায়ু আগেবগুলো অলফ্যাক্টরি স্নায়ুর মধ্য দিয়ে মস্তিষ্কের অলফ্যাক্টরি কটেক্সে প্রেরণ করে।
- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা ডেঙ্গু ভাইরাসের (আরএনএ) সংক্রমণের কারণে হয়।
- এডিস ইজিন্টাই মশার কামড়ে ভাইরাসটি শরীরে প্রবেশ করে।
- আর ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো- জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, বমিভাব, গ্রন্থি ফুলে যাওয়া ও মাথাঘোরা ত্বকের বিভিন্ন স্থানে ফুসকুড়ি।
- অন্যদিকে দাঁত দিয়ে রক্তক্ষরণকে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে যা ডেঙ্গু জ্বরের লক্ষণ নয়।
- যকৃত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
- মধ্যচ্ছদার নিচে পাকস্থলির ডানপাশে গাঢ় বাদামী বর্ণের ত্রিকোণাকার অঙ্গটি হলো যুক্ত।
- যকৃতের সাথে কলস আকৃতির পিত্তথলি সংযুক্ত থাকে।
- যকৃত থেকে নিঃসৃত পিত্তরস পিত্তথলিতে জমা থাকে।
- পিত্তরস ক্ষারীয় গুণসম্পন্ন গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদবিশিষ্ট।
- পিত্তনালির মাধ্যমে পিত্তরস যকৃত থেকে ডিওডেনামে আসে।
- সোডিয়াম ক্লোরাইড একটি রাসায়নিক পদার্থ যা সাধারণ লবন ও টেনিস লবণ হিসেবেও পরিচিত।
- এর রাসায়নিক সংকেত Nacl।
- সোডিয়াম ক্লোরাইডের ০.৯% জলীয় দ্রবণ হলো নরমাল স্যালাইন।
- অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এর ২০২২ সালের তথ্যমতে, বাংলাদেশে প্রধানত দুটি (প্রসবজনিত রক্তক্ষরণ ও একলাম্পশিয়া বা খিচুনি) কারণে মাতৃমৃত্যু বেশি হয়।
- এছাড়া অদক্ষ ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসব, গর্ভপাত ও উচ্চ রক্তচাপ জনিত কারণেও মাতৃমৃত্যু হয়।
- গর্ভাবস্থায় বিপদচিহ্ন ৫টি।
- যথা: যোনীপথে রক্তস্রাব, খিচুনি, ভীষণজ্বর, মাথাব্যথা ও ঝাপসা এবং বিলম্বিত প্রসাব।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় মিত্র আল বদর বাহিনী ১৪ ডিসেম্বর, ১৯৭১ বাঙালির তৎকালীন শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করে এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করে।
- শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৪ ডিসেম্বরকে 'শহিদ বুদ্ধিজীবী দিবস' ঘোষণা করেন।
- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
- ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ডায়রিয়ার অন্যতম কারণ নানা ধরনের পানিবাহিত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ।
- কিন্তু শিশুদের ডায়রিয়া সাধারণত রোটা ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে।
- তিনবার বা তার বেশি নরম বা পাতলা পায়খানা হলে তাকেই সাধারণত ডায়রিয়া বলে।
- ডায়রিয়ার ক্ষেত্রে চরম পানিশূন্যতা তার লক্ষণসমূহ হলো- অবসন্ন, নেতিয়ে পড়া, অজ্ঞান কিংবা ঘুম ঘুম ভাব থাকা, চোখ বেশি বসে যাওয়া, চোখে পানি না থাকা, পানি পান করতে কষ্ট হওয়া কিংবা একবারেই না পারা।
- অন্যদিকে, অস্থির ও খিটখিটে মুখ ও জিহ্বা শুকানো, বেশি তৃষ্ণার্ত পানিস্বল্পতার লক্ষণ।
- তাপ নির্বীজন করার জন্য একটি বহুল ব্যবহৃত পদ্ধতি হলো অটোক্লেভি।
- এক রূপান্তরকারী বা বাষ্প নির্বাজনকারীও বলা হয়।
- অটোক্লেভিংয়ের জন্য ব্যবহৃত আদর্শ তাপমাত্রা ১২১-১৩৪° সে. (২৫০-২৭৩° ফা.) এবং চাপ ১৫° প্যাসকেল।
- নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণ।
- এটি সাধারণত শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য হয়ে থাকে।
- ইংরেজিতে এটিকে বলা হয় রেসপাইরেটরি ট্রাক্ট ইনফেকশন।
- বুকের নিচের অংশ ভিতরে ডেবে যাওয়া, শিশুর শান্ত অবস্থায় স্ট্রাইডর ও দ্রুত শ্বাস হলো শিশুর নিউমোনিয়া রোগের চিহ্ন।
- অন্যদিকে পানির স্বল্পতা হচ্ছে শিশুর ডায়রিয়া রোগের চিহ্ন।
- মাতৃমৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে আত্মীয়স্বজনদের সিদ্ধান্ত নিতে দেরি, চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে দেরি, এবং সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়া।
- এই তিনটি কারণই জরুরি চিকিৎসা পেতে বাধা সৃষ্টি করে, যা মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায়। তাই, উপরের সবগুলো কারণই মাতৃমৃত্যুর সাথে জড়িত।
- যকৃত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
- মধ্যচ্ছদার নিচে পাকস্থলির ডানপাশে গাঢ় বাদামী বর্ণের ত্রিকোণাকার অঙ্গটি হলো যুক্ত।
- যকৃতের সাথে কলস আকৃতির পিত্তথলি সংযুক্ত থাকে।
- যকৃত থেকে নিঃসৃত পিত্তরস পিত্তথলিতে জমা থাকে।
- পিত্তরস ক্ষারীয় গুণসম্পন্ন গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদবিশিষ্ট।
- পিত্তনালির মাধ্যমে পিত্তরস যকৃত থেকে ডিওডেনামে আসে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের (H') ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
- PH এর পরিমাপ করার জন্য pH স্কেল ব্যবহার করা হয় এবং এর মান ০ থেকে ১৪ পর্যন্ত বিবেচনা করা হয়।
- রক্ত এক ধরনের তরল যোজক কলা।
- রক্ত সামান্য ক্ষারীয়, এর PH মাত্রা গড়ে ৭.৩-৭.৪।
- কোলাজেন এক ধরনের প্রোটিন যা ত্বক গঠনে সহায়তা করে।
- এটি মানবদেহের এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- এছাড়া এটি হাড়, পেশি, টেন্ডনস ও লিগামেন্টস গঠনে সহায়তা করে।
- প্রাণীর হাড়, মাছ ও সেলফিশ মুরগির মাংস, গরুর মাংস, ডিমের সাদা অংশ, রসুন ও ডেইরি ও দুগ্ধজাত খাদ্য কোলাজেনের অন্যতম উৎস।
- CO₂ একটি গ্রিনহাউস গ্যাস এবং বাতাসে এর পরিমাণ ৩৫০ পার্টস পার মিলিয়ন অর্থাৎ ০.০৩৫%।
- বাতাসে এর পরিমাণ বৃদ্ধি পেলে শ্বাস প্রশ্বাসের সুবিধা হয়।
- এটি সূর্য থেকে আগত তাপকে পৃথিবীতে আটকে রাখে যা বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ।
- একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন (প্রাপ্ত বয়ষ্ক) প্রতি মিনিটে ৬০-১০০ বার এবং শিশুদের ১০-১৪০ বার।
- সাধারণ গড়ে হৃদস্পন্দন প্রতি মিনিটে ৭০ বার হয়।
- আর হৃদস্পন্দন ৬০ এর কম হলে তাকে Bradycardia বলে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি।
- ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়।
- EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়।
- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা ডেঙ্গু ভাইরাসের (আরএনএ) সংক্রমণের কারণে হয়।
- এডিস ইজিটাই মশার কামড়ে ভাইরাসটি শরীরে প্রবেশ করে।
- আর ডেঙ্গু রোগে রক্তের প্লাটিলেট (অনুচক্রিকা) রক্তকণিকা কমে যায়।
- অণুচক্রিকা আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন।
- এরা গুচ্ছাকারে থাকে এবং অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়।
- অণুচক্রিকার গড় আয়ু ৫-১০ দিন।
- পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ।
- অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্যে করে।
- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়।
- এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।
- এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়।
- অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়।
- আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- জীবনীশক্তি (Vital force) বিশৃঙ্খল হয়ে কোন রোগ দেখা দিলে শরীরের ভাইটাল ফাংশনে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়।
- এই পরিবর্তনগুলোকেই বলা হয় ভাইটাল সাইন।
- এই 'ভাইটাল সাইন' গুলো পরিমাপ করে একজন ব্যক্তির সাধারণ স্বাস্থ্যের মূল্যায়ন এবং রোগগত অবস্থা ও আরোগ্যের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
- ভাইটাল সাইন চারটি হলো- শরীরের তাপমাত্রা, পালস বেট, শ্বাসের হার ও রক্তচাপ।
- ধমনীর ভিতর দিয়ে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়।
- ডাক্তার রোগীর নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে ধমনীর স্পন্দন দেখেন।
- একজন পূর্ণবয়ষ্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন (Pulse rate) ৭২/মিনিট।
- ১৮-৬০ বছর বয়সী যেকোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি রক্ত দিতে পারবে।
- ওজনের ক্ষেত্রে যাদের ওজন ৫০ কেজি বা তার বেশি তারা রক্ত দিতে পারবেন।
- কোনো ব্যক্তি একবার রক্ত দেওয়ার ৪ মাস পর পুনরায় রক্ত দিতে পারবেন।
- চোখের সামনে সাদা অংশকে বলে সেক্লরা।
- আর কর্ণিয়ার পেছনে কালো গোলাকার পর্দাকে আইরিশ বলে এবং আইরিশের মাঝখানে যে ছিদ্র থাকে তাকে পিউপিল বলে।
- অন্যদিকে, সেকুরা স্তরের নিচের স্তরকে কোরয়েড বলে।
- যে সকল রোগের জীবাণু বায়ু, পানি বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে শরীরে প্রবেশ করে তাদের সংক্রামক রোগ বলে।
- যেমন- বসন্ত, রুবেলা, হাম, কলেরা, আমাশয়, অ্যাজমা, ধনুষ্টংকার, প্লেগ, ডিপথেরিয়া, যক্ষ্মা, গনোরিয়া, জন্ডিস ইত্যাদি।
- অন্যদিকে, ম্যালেরিয়া মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট একটি রোগ যা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে হয়
- রক্ত এক ধরনের তরল যোজক কলা।
- রক্ত সামান্য ক্ষারীয়, এর PH মাত্রা গড়ে ৭.৩-৭.৪।
- রক্তের কাজ হলো: ক্ষুদ্রান্ত্র হতে খাদ্যসার রক্তের মাধ্যমে বিভিন্ন কলায় পৌঁছনো, কলা হতে উৎপন্ন CO₂ রক্তরসের মাধ্যমে ফুসফুসে পৌঁছায়, অক্সিজেন বহন করে, অন্তঃক্ষরা গ্রন্থি হতে উৎপন্ন হরমোন রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পৌঁছায়।
- অন্যদিকে জারক রস মূলত আমিষ যা দেহের অভ্যন্তরে উৎপন্ন হয় এবং খাদ্য দ্রব্য থেকে পুষ্টি উপাদান শুষে নিতে সহায়তা করে।
- মানবদেহের রেচন অঙ্গ হলো বৃক্ক। আর বৃক্কের একক হলো নেফ্রন।
- বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যকরী একককে নেফ্রন বলে।
- মানুষের প্রতিটি বৃক্কে প্রায় ১০ লক্ষ নেফ্রন থাকে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- নিপাহ আরএনএ ভাইরাস এবং এটি বাদুড়ের মাধ্যেমে ছড়ায়।
- ১৯৯৯ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম এ ভাইরাস শনাক্ত হয়।
- মালয়েশিয়ার একটি গ্রাম সুঙ্গাই নিপার নামে এর নামকরণ করা হয়।
- ধারণা করা হয় শুকুরের মাধ্যমে এই রোগটি প্রথম মানুষের মধ্যে ছড়ায়।
- আর বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুর জেলায় সর্বপ্রথম এ ভাইরাসের প্রার্দুভাব চিহ্নিত হয়।
- বাংলাদেশে যেহেতু শুকুর তেমন নেই, তাই বাদুড়ের মাধ্যমে এটি ছড়ায়।- 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0