স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ (২০.১১.২০১৭) (88 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):

রেডিয়াল আর্টারির ওপর খ্রি-ফিঙ্গার পদ্ধতি ব্যবহার করে সাধারণত Pulse দেয়া হয় Radial ধমনীতে । 

i
ব্যাখ্যা (Explanation):

Lest (নতুবা; পাছে কিছু হয়) + sub + should বসে । সুতরাং শূন্য স্থানে should ব্যবহৃত হলে বাক্যটির অর্থ সম্পূর্ণ হয় । কঠোর পরিশ্রম করো নতুবা ব্যর্থ হবে । 

i
ব্যাখ্যা (Explanation):

১ম রাশি = a(a+b) 

২য় রাশি = ab(a+b)

৩য় রাশি = a(a+b)2    

           = a(a+b) (a+b) 

নির্ণেয় গ. সা. গু. = a(a+b) 

i
ব্যাখ্যা (Explanation):
অটোক্লেভ এমন একটি মেশিন যা পরিবেশগত চাপ / তাপমাত্রার সাথে সম্পর্কিত উচ্চতর তাপমাত্রা এবং চাপ প্রয়োজন এমন শিল্প ও বৈজ্ঞানিক প্রক্রিয়া চালাতে ব্যবহৃত হয়। অটোক্লেভগুলি জীবাণুমুক্তকরণের জন্য চিকিত্সা অ্যাপ্লিকেশনগুলিতে এবং রাসায়নিক শিল্পে আবরণ এবং ভলকানাইজ নিরাময় এবং জলীয় সংশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
১৭ নভেম্বর, ১৯৯৯ ইউনেস্কো ৩১তম বৈঠকে ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি দেয়। ইউনেস্কো ২০০৩ সালে ‘একুশে পদক’ লাভ করে।
i
ব্যাখ্যা (Explanation):

Paranoid (ভ্রমগ্রন্থ; বিভ্রান্ত) শব্দটি Psychology (মনোবিজ্ঞান) এর সাথে সম্পর্কিত । অন্যদিকে Philosophy শব্দটি অর্থ দর্শন; Anthro-polagy শব্দটির অর্থ নৃবিজ্ঞান এবং Theology শব্দের অর্থ ধর্মতত্ব । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

Expected date of Delivery গণনা হয় ৯ মাস প্লাস ৭ দিন । Post mature pregnancy হয় 42 weeks থেকে বেশি সময়ে । 

i
ব্যাখ্যা (Explanation):

গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় তাদের Breast যে ধরনের change হয় তা হলো Breast size increases; Breast secretion, secondary areola appear ইত্যাদি । সেই সময় Areola গোলাপী বর্ণ ধারণ করে না । 

i
ব্যাখ্যা (Explanation):

নবজাতকের সঠিক ওজন নবজাতকের সুস্থতা প্রকাশ করে । একজন নবজাতকে সঠিক ওজন ধরা হয় (২.৫-৪) কেজি । ৪ কেজি থেকে বেশি হলে ওভার ওয়েট ধরা হয় । 

i
ব্যাখ্যা (Explanation):

সুত্রঃ  আড়াআড়ি গুন করে যে পাশের উপরের মান বড় হবে সেটাই বড়।

১/২   × ৩০/৬১ এখানে, ৬১ > ৬০    ১/২ > ৩০/৬১ 

১/২   × ৩২/৬৫ এখানে, ৬৫ > ৬৪   ১/২ > ৩২/৬৫ 

১/২   ×  ২৯/৫৯ এখানে, ৫৯ > ৫৮   ১/২ > ২৯/৫৮ 

এবং ১/২  ×  ৩১/৬০ এখানে, ৬০ < ৬২  ১/২ < ৩১/৬০ 

৩১/৬০ ভগ্নাংশটি ১/২ এর চেয়ে বড় । 

i
ব্যাখ্যা (Explanation):

গর্ভবতী মায়েদের উচ্চ ঝুঁকি হলো উচ্চ রক্তচাপ বা Hypertension । উচ্চ রক্তচাপ সম্পন্ন গর্ভবতী মায়েরা অকালে মৃত্যুর মুখে পতিত হতে পারে । 

i
ব্যাখ্যা (Explanation):

HIV -এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus । HIV'র কারণে ঘাতক ব্যাধি এইডস (AIDS) রোগের সৃষ্টি হয় । মানবদেহে HIV প্রবেশ করে -HIV/AIDS আক্রান্ত ব্যক্তির রক্ত, ব্যবহৃত সুচ/সিরিঞ্জ, অঙ্গ প্রতিস্থাপন, অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন ও মায়ের মাধ্যমে । 

i
ব্যাখ্যা (Explanation):
-Everyone/Everybody হচ্ছে singular number তাই শূন্যস্থানে his হবে
স্পোকেনে সবচেয়ে বেশি ব্যাবহার হয় their, কিন্তু এটি সঠিক নয়।
-কারণ Everyone/Everybody বলতে man এবং women উভয় বুঝায়।
-তাহলে গ্রামার অনুযায়ী হবেঃ
-Everybody should respect his/her parents.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তন মাইকেল মধুসূদন দত্ত । তিনি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন । সনেটকে বাংলায় বলা হয় 'চতুর্দশপদী কবিতা' ।
 - সনেট কবিতার একটি বিশেষ রুপকল্প। একটি সনেটে ১৪ চরণ থাকে। এ ১৪ চরণ ৮ চরণ ও ৬ চরণে বিভাজিত হয়। প্রথম ৮ চরণকে অষ্টক আর শেষ ৬ চরণকে বলে ষটক।
 - মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
 - বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন।
 - ফররুখ আহমেদের সনেট সংকলনের নাম 'মুহূর্তের কবিতা'।
 - সনেটের জনক 'ইটালীর পেত্রার্ক'
i
ব্যাখ্যা (Explanation):

Hypovolumic shock এর লক্ষণগুলো হলো মাথা ব্যাখ্যা Headache), মাথা ঝিমঝিম করা, ঘারে প্রচন্ড ব্যাথা ইত্যাদি । 

i
ব্যাখ্যা (Explanation):

Option এ উল্লেখিত each, someone এবং anyone সবগুলো word ই singular রূপে ব্যবহৃত হয় । 

i
ব্যাখ্যা (Explanation):

একটির থেকে অন্যটি অধিক পছন্দ করা বোঝাতে Prefer some thing to something ব্যবহৃত হয় । সুতরাং শূন্যস্থানে to বসবে । আর বাক্যটির বাংলা; আমি কফির চেয়ে চা অধিক পছন্দ করি । 

i
ব্যাখ্যা (Explanation):

Neonatal Jaundice এ রোগটি সাধারণত ভিটামিন-ডি এর অভাবে জনিত রোগ । সকালের সূর্যের আলোতে অল্প সময়ের জন্য বাচ্চাদের রাখা হলে ভিটামিন-ডি এর অভাবে পূরণ হয় । তাই এ রোগের চিকিৎসা হলো সকালের সূর্যের আলো । 

i
ব্যাখ্যা (Explanation):

Growing mile stone শিশুদের একটি গুরুত্বপূর্ণ শারীরিক বিকাশ যেখানে অন্তর্ভুক্ত শিশুদের বসতে পারা, হাঁটতে পারা, দৌড়াইতে পারা ইত্যাদি । দাঁত উঠা এখানে অন্তর্ভুক্ত না । 

i
ব্যাখ্যা (Explanation):

Eclamsia সাধারণত গর্ভবতী মায়েদের একটি রোগ যা Blood pressure পরীক্ষার দ্বারা বুঝা যায় । গর্ভবতী মায়েদের এ রোগটি হলো এক ধরনের disorder যা High blood pressure -এর কারণে হয়ে থাকে । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0