স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ (২০.১১.২০১৭) (88 টি প্রশ্ন )

রেডিয়াল আর্টারির ওপর খ্রি-ফিঙ্গার পদ্ধতি ব্যবহার করে সাধারণত Pulse দেয়া হয় Radial ধমনীতে । 



Lest (নতুবা; পাছে কিছু হয়) + sub + should বসে । সুতরাং শূন্য স্থানে should ব্যবহৃত হলে বাক্যটির অর্থ সম্পূর্ণ হয় । কঠোর পরিশ্রম করো নতুবা ব্যর্থ হবে । 


১ম রাশি = a(a+b) 

২য় রাশি = ab(a+b)

৩য় রাশি = a(a+b)2    

           = a(a+b) (a+b) 

নির্ণেয় গ. সা. গু. = a(a+b) 


অটোক্লেভ এমন একটি মেশিন যা পরিবেশগত চাপ / তাপমাত্রার সাথে সম্পর্কিত উচ্চতর তাপমাত্রা এবং চাপ প্রয়োজন এমন শিল্প ও বৈজ্ঞানিক প্রক্রিয়া চালাতে ব্যবহৃত হয়। অটোক্লেভগুলি জীবাণুমুক্তকরণের জন্য চিকিত্সা অ্যাপ্লিকেশনগুলিতে এবং রাসায়নিক শিল্পে আবরণ এবং ভলকানাইজ নিরাময় এবং জলীয় সংশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।

১৭ নভেম্বর, ১৯৯৯ ইউনেস্কো ৩১তম বৈঠকে ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি দেয়। ইউনেস্কো ২০০৩ সালে ‘একুশে পদক’ লাভ করে।

Paranoid (ভ্রমগ্রন্থ; বিভ্রান্ত) শব্দটি Psychology (মনোবিজ্ঞান) এর সাথে সম্পর্কিত । অন্যদিকে Philosophy শব্দটি অর্থ দর্শন; Anthro-polagy শব্দটির অর্থ নৃবিজ্ঞান এবং Theology শব্দের অর্থ ধর্মতত্ব । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Expected date of Delivery গণনা হয় ৯ মাস প্লাস ৭ দিন । Post mature pregnancy হয় 42 weeks থেকে বেশি সময়ে । 



গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় তাদের Breast যে ধরনের change হয় তা হলো Breast size increases; Breast secretion, secondary areola appear ইত্যাদি । সেই সময় Areola গোলাপী বর্ণ ধারণ করে না । 


নবজাতকের সঠিক ওজন নবজাতকের সুস্থতা প্রকাশ করে । একজন নবজাতকে সঠিক ওজন ধরা হয় (২.৫-৪) কেজি । ৪ কেজি থেকে বেশি হলে ওভার ওয়েট ধরা হয় । 


সুত্রঃ  আড়াআড়ি গুন করে যে পাশের উপরের মান বড় হবে সেটাই বড়।

১/২   × ৩০/৬১ এখানে, ৬১ > ৬০    ১/২ > ৩০/৬১ 

১/২   × ৩২/৬৫ এখানে, ৬৫ > ৬৪   ১/২ > ৩২/৬৫ 

১/২   ×  ২৯/৫৯ এখানে, ৫৯ > ৫৮   ১/২ > ২৯/৫৮ 

এবং ১/২  ×  ৩১/৬০ এখানে, ৬০ < ৬২  ১/২ < ৩১/৬০ 

৩১/৬০ ভগ্নাংশটি ১/২ এর চেয়ে বড় । 


গর্ভবতী মায়েদের উচ্চ ঝুঁকি হলো উচ্চ রক্তচাপ বা Hypertension । উচ্চ রক্তচাপ সম্পন্ন গর্ভবতী মায়েরা অকালে মৃত্যুর মুখে পতিত হতে পারে । 


HIV -এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus । HIV'র কারণে ঘাতক ব্যাধি এইডস (AIDS) রোগের সৃষ্টি হয় । মানবদেহে HIV প্রবেশ করে -HIV/AIDS আক্রান্ত ব্যক্তির রক্ত, ব্যবহৃত সুচ/সিরিঞ্জ, অঙ্গ প্রতিস্থাপন, অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন ও মায়ের মাধ্যমে । 



-Everyone/Everybody হচ্ছে singular number তাই শূন্যস্থানে his হবে
স্পোকেনে সবচেয়ে বেশি ব্যাবহার হয় their, কিন্তু এটি সঠিক নয়।
-কারণ Everyone/Everybody বলতে man এবং women উভয় বুঝায়।
-তাহলে গ্রামার অনুযায়ী হবেঃ
-Everybody should respect his/her parents.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তন মাইকেল মধুসূদন দত্ত । তিনি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন । সনেটকে বাংলায় বলা হয় 'চতুর্দশপদী কবিতা' ।
 - সনেট কবিতার একটি বিশেষ রুপকল্প। একটি সনেটে ১৪ চরণ থাকে। এ ১৪ চরণ ৮ চরণ ও ৬ চরণে বিভাজিত হয়। প্রথম ৮ চরণকে অষ্টক আর শেষ ৬ চরণকে বলে ষটক।
 - মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
 - বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন।
 - ফররুখ আহমেদের সনেট সংকলনের নাম 'মুহূর্তের কবিতা'।
 - সনেটের জনক 'ইটালীর পেত্রার্ক'


Hypovolumic shock এর লক্ষণগুলো হলো মাথা ব্যাখ্যা Headache), মাথা ঝিমঝিম করা, ঘারে প্রচন্ড ব্যাথা ইত্যাদি । 



Option এ উল্লেখিত each, someone এবং anyone সবগুলো word ই singular রূপে ব্যবহৃত হয় । 


একটির থেকে অন্যটি অধিক পছন্দ করা বোঝাতে Prefer some thing to something ব্যবহৃত হয় । সুতরাং শূন্যস্থানে to বসবে । আর বাক্যটির বাংলা; আমি কফির চেয়ে চা অধিক পছন্দ করি । 


Neonatal Jaundice এ রোগটি সাধারণত ভিটামিন-ডি এর অভাবে জনিত রোগ । সকালের সূর্যের আলোতে অল্প সময়ের জন্য বাচ্চাদের রাখা হলে ভিটামিন-ডি এর অভাবে পূরণ হয় । তাই এ রোগের চিকিৎসা হলো সকালের সূর্যের আলো । 


Growing mile stone শিশুদের একটি গুরুত্বপূর্ণ শারীরিক বিকাশ যেখানে অন্তর্ভুক্ত শিশুদের বসতে পারা, হাঁটতে পারা, দৌড়াইতে পারা ইত্যাদি । দাঁত উঠা এখানে অন্তর্ভুক্ত না । 



Eclamsia সাধারণত গর্ভবতী মায়েদের একটি রোগ যা Blood pressure পরীক্ষার দ্বারা বুঝা যায় । গর্ভবতী মায়েদের এ রোগটি হলো এক ধরনের disorder যা High blood pressure -এর কারণে হয়ে থাকে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0