স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (০৬.১০.২০১৭) (87 টি প্রশ্ন )

Option গুলোর মধ্যে spelling যুক্ত word হলো crucial যার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ । 


Smooth (মসৃণ) -এর বিপরীত শব্দ হলো rough (এবড়ো থেবড়ো; অমসৃণ) । অপরদিকে hard কঠোর; sharp অর্থ ধারালো এবং plain অর্থ সমতল । 


Common gender হলো সেই gender যার দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় । spouse অর্থ স্বামী অথবা স্ত্রী । অপরদিকে prince (রাজকুমার) হলো masculine gender; ewe (ভেড়ি) ও mare (ঘোটকী) উভয়ই হলো feminine gender. 


Analysis, poetry, alms শব্দগুলো singular কিন্তু cattle শব্দটি plural যার অর্থ গবাদিপশু । 


At the out set অর্থ প্রারম্ভ অর্থাৎ at the beginning । 


Set up অর্থ স্থাপন করা । শূন্যস্থানে up বসালে বাক্যটির বাংলা হয়; একজন ব্যবসায়ী এই স্কুলটি প্রতিষ্ঠা করেছে । তাছাড়া set down অর্থ যানবাহন থেকে নামা; set for বলে কোনো phrasal verb নেই আর set out অর্থ যাত্রা করা । 


'A Tale of Two Cities' বইটির লেখক Charles Dickens । উপন্যাসটিতে Charles Dickens ইউরোপে অবস্থিত দুটি বিখ্যাত শহর লন্ডন এবং প্যারিসের বর্ণনা তুলে ধরেছেন । 


Double Comparative বাক্যের হলো the + comparative + subject + verb, the + comparative + subject + verb । 


না করে পারলাম না; হেসে পারলাম না ইত্যাদির ক্ষেত্রে could not but ব্যবহার হয় এবং এরপর rerb -এর present form ব্যবহৃত হয় । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

যে ব্যক্তি জুতা মেরামত করে তাকে cobbler (মুচি) বলে । Option -এর বাকি তিনটি শব্দ carpenter (কাঠের মিস্ত্রী); butcher (কসাই) এবং potter (কুলি) । 


দুরত্ব, সময় সব সময় singular verb নেয় এবং long distance -এর পূর্বে article 'a' বসবে । 


Beautify (সৌন্দর্যসাধন করা) শব্দটি হলো verb । অপরপক্ষে beautify -এর noun, adverb এবং adjective form যথাক্রমে beauty, beautifully এবং beautiful । 


যে ডাক্তার স্নায়ু রোগ সম্পর্কে গবেষণা করে এবং স্নায়ু রোগের চিকিৎসা করে তাকে neurologist (স্নায়ুবিশারদ) বলে । অন্যদিকে Paediatrician অর্থ শিশু চিকিৎসক; oncologist অর্থ ক্যান্সার বিশেষজ্ঞ । 


বৃষ্টিপাতের অভাবে যে প্রতিকূল অবস্থায় সৃষ্টি হয় তা হলো drought (খরা) । আর draught অর্থ নকশা; draft অর্থ খসড়া আর drauft বলে কোনো শব্দ dictionary-তে নেই । 





গ্লাইকোজেন হোল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও নীলাভ সবুজ শৈবাল ও কতিপয় ছত্রাক-এর খাদ্য উপাদান হিসেবে বিরাজ করে। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো α-D-গ্লুকোজ। অ্যামাইলোপেকটিন এর মত এর অণু শৃঙ্খল ও শাখান্বিত। প্রতি শাখায় ১০-২০ টি গ্লুকোজ একক থাকে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন









- Epistaxis হল নাক দিয়ে রক্তক্ষরণ।
-Haemoptysis হল ফুসফুসের রক্তক্ষরণ।
-Haematuria হল প্রস্রাবের সাথে রক্ত মিশ্রিত হওয়া।
-Melaena হল মলের সাথে রক্ত মিশ্রিত হওয়া।

সুতরাং, নাক দিয়ে রক্তক্ষরণকে Epistaxis বলে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0