বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি-সিনিয়র স্টাফ নার্স)- ২৮.০১.২০২১ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
হৃৎপিণ্ডের প্রত্যেক সংকোচনের ফলে দেহে ছোট-বড় সব ধমনীতে রক্ত তরঙ্গের মতো প্রবাহিত হয়। এতে ধমনীগাত্র সংকুচিত বা প্রসারিত হয়। ধমনির এই স্ফীতি এবং সংকোচঙ্কে নাড়িস্পন্দন বলে।
অর্থাৎ, নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
⇒ দ্রবণীয়তার ওপর ভিত্তি করে ভিটামিনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: চর্বিতে দ্রবণীয় (Fat-soluble) এবং পানিতে দ্রবণীয় (Water-soluble)।
⇒ চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো: ভিটামিন A, D, E এবং K। এগুলো শরীরে যকৃৎ ও চর্বিযুক্ত টিস্যুতে জমা থাকে। (মনে রাখার টেকনিক: ADEK)
⇒ পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো: ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C।
⇒ যেহেতু ভিটামিন B পানিতে মিশে যায়, তাই এটি শরীরে দীর্ঘসময় জমা থাকে না এবং প্রস্রাবের সাথে বেরিয়ে যায়; একারণে নিয়মিত খাদ্যের মাধ্যমে এটি গ্রহণ করা প্রয়োজন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
⇒ বৃক্ক বা কিডনির গঠন ও কাজের ক্ষুদ্রতম একককে বলা হয় নেফ্রন (Nephron)।
⇒ প্রতিটি মানুষের কিডনিতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ সূক্ষ্ম নেফ্রন থাকে, যা রক্ত ছেঁকে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে মূত্র তৈরি করতে সাহায্য করে।
⇒ অপশনে থাকা 'নিউরন' হলো স্নায়ুতন্ত্রের একক এবং 'হেপাটোসাইট' হলো যকৃতের কোষ।
⇒ তাই কিডনির কার্যকারিতার সাথে সরাসরি জড়িত হলো নেফ্রন।
i
ব্যাখ্যা (Explanation):
- ফিমার মানবদেহের পশ্চাৎপদের প্রথম বড় অস্থি৷
- এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি।
- এর ঊর্ধ্বপ্রান্তে একটি গোল মস্তক, গ্রীবা ও ছোট বড় ট্রোকেল্টার অবস্থিত।
- আর নিম্নপ্রান্তে দুটি কন্ডাইল বিশিষ্ট ফিমারের মস্তক শ্রেণিচক্রে অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে।
- এর প্রান্তে প্যাটেল নামক চ্যাপ্টা সিগময়েড অস্থি থাকে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0