স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ (২৫.০২.২০১৭) (87 টি প্রশ্ন )
- OPV-এর পূর্ণরূপ হলো ওরাল পোলিও ভ্যাকসিন (Oral Polio Vaccine)।
- এটি পোলিওমাইলাইটিস বা পোলিও রোগ প্রতিরোধের জন্য মুখে ফোঁটা হিসেবে খাওয়ানো হয়।
- পোলিও একটি ভাইরাসজনিত রোগ যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং পক্ষাঘাতের কারণ হতে পারে।
- BCG যক্ষ্মার টিকা, DPT ডিপথেরিয়া-হুপিংকাশি-ধনুষ্টঙ্কারের টিকা এবং TT শুধু ধনুষ্টঙ্কার রোগের টিকা।

180° এর চেয়ে বড় কিন্তু 360° এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয় । 




সংখ্যাগুলো হতে পারে ১, ২ ও ৩; ২, ৩ ও ৪; ৩, ৪, ও ৫; ৪, ৫ ও ৬; ৫, ৬, ও ৭ প্রভৃতি । 

কিন্তু এখানে, ৪×৫×৬ = ১২০; যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে । 

  সংখ্যা তিনটির যোগফল = ৪+৫+৬ 

                                = ১৫ 



অপর সংখ্যা = সংখ্যা দুইটির (ল. সা. গু. × গ. সা. গু.)/একটি সংখ্যা 

                = a²b(a+b) × a(a+b)/a³+a²b 

                = a²b(a+b) × a(a+b)/a²(a+b)

                = ab (a+b) 

                = a²b + ab²   




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Should একটি model verb । কোনো বাক্যে যদি model verb থাকে তাহলে এর পর verb এর present form হয় । 


বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা ভয়াবহ রোগ = কোভিড- ১৯ (২০২০ সাল )

Would you mind এর পরে সবসময় verb এর সাথে ing হয় । 


Look at - তাকানো, look after - দেখাশোনা করা, Look over - পরীক্ষা করা । 


On behalf of - পক্ষে । 



সময় উল্লেখ করার ক্ষেত্রে ঘড়ির আগে Preposition by বসে । 


বিপরীতধর্মী দুটি বাক্যকে সংযুক্ত করার ক্ষেত্রে or conjunction ব্যবহার হয় । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- গ্লমেরুলোনেফ্রাইটিস একটি কিডনির রোগ যা কিডনির গ্লোমেরুলা নামক ছোট রক্তনালির ক্ষতি বা প্রদাহকে নির্দেশ করে।
- গ্লোমেরুলা হলো কিডনির একটি অংশ যেখানে রক্ত ফিল্টার হয় এবং শরীরের তরল, ইলেকট্রোলাইট এবং বর্জ্য পদার্থ আলাদা করা হয়।
- গ্লমেরুলোনেফ্রাইটিসে এই গ্লোমেরুলার প্রদাহের ফলে কিডনির ফিল্টারিং ক্ষমতা হ্রাস পায়, যা শরীরে অতিরিক্ত তরল এবং বর্জ্য জমে যাওয়ার কারণ হতে পারে।
- এটি সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ, অটোইমিউন রোগ বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে হতে পারে।
- এই রোগের উপসর্গ হিসেবে রক্ত ও প্রোটিনের উপস্থিতি মূত্রে, উচ্চ রক্তচাপ এবং কিডনির কার্যক্ষমতার দুর্বলতা দেখা দিতে পারে।

Come in - ফুলে ওঠা, come round - আরোগ্য লাভ করা, come off - পড়ে যাওয়া, come by - চেষ্টার মাধ্যমে পাওয়া । 







- পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ হলো ১২০/৮০ মিলিমিটার মার্কারি।
- এখানে প্রথম সংখ্যাটি (১২০) হলো সিস্টোলিক চাপ, যা হৃৎপিণ্ডের সংকোচনের সময়কার চাপ।
- দ্বিতীয় সংখ্যাটি (৮০) হলো ডায়াস্টোলিক চাপ, যা হৃৎপিণ্ডের দুটি সংকোচনের মধ্যবর্তী বিশ্রামের সময়কার চাপ।
- রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে।
- স্বাভাবিকের চেয়ে কম রক্তচাপকে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন বলা হয়।
- রক্তচাপ মাপার যন্ত্রকে স্ফিগমোম্যানোমিটার বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- হার্ট অ্যাটাক: ইসিজি-তে ST-segment elevation বা T-wave inversion এর মাধ্যমে হার্ট অ্যাটাক ধরা পড়ে।
- অ্যারিথমিয়া: ইসিজি-তে হৃৎস্পন্দনের অনিয়মিততা, যেমন ব্র্যাডিকার্ডিয়া (ধীর হৃৎস্পন্দন), টাকিকার্ডিয়া (দ্রুত হৃৎস্পন্দন), অ্যাট্রিয়াল ফাইब्रिলেশন, এবং ভেন্ট্রিকুলার ফাইব্রिলেশন ইত্যাদি ধরা পড়ে।
- পেরিকার্ডাইটিস: হার্টের বাইরের আবরণে প্রদাহ (pericarditis) ইসিজি-তে ST-segment elevation এর মাধ্যমে ধরা পড়ে।
- কার্ডিয়াক মায়োপ্যাথি: হৃৎপিণ্ডের পেশী দুর্বল হয়ে গেলে (cardiomyopathy) ইসিজি-তে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়।
- বৈদ্যুতিক অস্বাভাবিকতা: হার্টের বৈদ্যুতিক পথের অস্বাভাবিকতা, যেমন Wolff-Parkinson-White syndrome, ইসিজি-তে ধরা পড়ে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0