Solution
Correct Answer: Option B
চণ্ডীমঙ্গলের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত
কাব্য 'শ্রী শ্রী চণ্ডীমঙ্গল'। তাঁর রচনার স্বীকৃতিস্বরূপ জমিদার
রঘুনাথ রায় তাকে ‘কবিকঙ্কন’ উপাধি প্রদান করেন। বাংলা
সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ কবি
ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে
৩টি খণ্ডে বিভক্ত ‘অন্নদামঙ্গল কাব্য (১৭৫২-৫৩) রচনা
করেন। তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা
কৃষ্ণচন্দ্র তাকে ‘রায়গুণাকর' উপাধি দেন।