Solution
Correct Answer: Option C
জহির রায়হান রচিত প্রথম প্রকাশিত উপন্যাস ‘শেষ
বিকেলের মেয়ে' (১৯৬০)। ষাটের দশকে কেন্দ্রীয় চরিত্র
কাসেদের মাধ্যমে পূর্ববঙ্গে কেরানি তথা মধ্যবিত্তের জীবন
সংগ্রামের অধুনা রূপটি ফুটে উঠেছে উপন্যাসে। চরিত্র:
কাসেদ, জাহানারা, নাহার, শিউলি, সালমা। রবীন্দ্রনাথ
ঠাকুর রচিত উপন্যাস: 'শেষের কবিতা' (১৯২৯) ও
‘নৌকাডুবি' (১৯০৬); কাব্যগ্রন্থ: ‘সোনার তরী' (১৮৯৪)।