মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মা’ রচনা করেন-
Solution
Correct Answer: Option D
আনিসুল হক রচিত একজন তরুণ মুক্তিযোদ্ধার
আত্মত্যাগ ও তার মায়ের দীর্ঘ সংগ্রামের কাহিনী নির্ভর
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'মা' (২০০৩)। তাঁর রচিত অন্যান্য
উপন্যাস: বীর প্রতীকে খোঁজে, নিধুয়া পাথার, খেয়া, ফাঁদ,
আয়েশামঙ্গল, বেকারত্বের দিনগুলিতে প্রেম, ফাল্গুন রাতের
আঁধারে, হৃদিতা, জিম্মি, সেঁজুতি, ৫১বর্তী, তোমার জন্য।