Solution
Correct Answer: Option A
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'নয়নচারা' (১৯৫১) গল্পগ্রন্থের অন্তর্গত গল্প 'নয়নচারা'।
- 'নয়নচারা গল্পগ্রন্থটি তাঁর ছাত্রাবস্থায় প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থঃ
-‘দুই তীর ও অন্যান্য গল্প' (১৯৬৫),
-'গল্প সমগ্ৰ (১৯৭২)।