‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি / সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।' চরণদ্বয়ের লেখক-
A জীবনানন্দ দাশ
B মদনমোহন তর্কালঙ্কার
C রোকনুজ্জামান খান
D কৃষ্ণচন্দ্র মজুমদার
Solution
Correct Answer: Option B
‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি'- চরণ দুটি মদনমোহন তর্কালঙ্কারের ‘আমার পণ’ কবিতার বিখ্যাত পক্তি।