মানবদেহে কয় জোড়া AUTOSOME আছে?
A ২৩ জোড়া
B ২২ জোড়া
C ২৬ জোড়া
D ১ জোড়া
Solution
Correct Answer: Option B
নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত নিউক্লিও প্রোটিন।
গঠিত যে সব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ
পরম্পরায় সঞ্চারিত হয় তাকে ক্রোমোজোম বলে। মানুষের
দেহকোষে মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে
২২ জোড়া অটোসোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম।