মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে?
A ৮ ধরনের
B ৩ ধরনের
C ২ ধরনের
D ১ ধরনের
Solution
Correct Answer: Option B
রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে
রক্তকণিকা বলে। রক্তকণিকাগুলো প্রধানত তিন রকমের।
যথা: ক. লোহিত রক্ত কণিকা, খ. শ্বেত রক্ত কণিকা ও গ.
অণুচক্রিকা ।