‘APGAR SCORE' এটি কাদের জন্য Scoring system?

A প্রসূতি

B নবজাতক

C ছেলে শিশু

D মেয়ে শিশু

Solution

Correct Answer: Option B

জন্মের পর পরই নবজাতকের সার্বিক অবস্থা জানার জন্য যে পর্যবেক্ষণ করা হয় তার সংখ্যাবাচক প্রকাশই হলো APGAR Score. ইংরেজি ৫টি অক্ষর A.P.G.A.R দিয়ে APGAR Score গঠিত। এখানে
A = Appearance (বাহ্যিক দর্শন, গায়ের বর্ণ নীল না স্বাভাবিক)
P = Pulse (নাড়ীর স্পন্দন),
G = Grimace ( ব্যথা বা খোঁচা লাগার পর বাচ্চার কান্না),
A = Activity (হাত-পা নাড়ার ক্ষমতা),
R = Respiration (শ্বাস-প্রশ্বাসের অবস্থা নির্দেশ করা)।

এই পাঁচটি বিষয়কে ০, ১, ২, ৩.... ১০ এভাবে ভাগ করে নিরুপন (Assess) করা হয়। এভাবে মোট APGAR Score ১০ এর মধ্যে কেউ যদি ৮-১০ পায়। তাহলে ধরে নেওয়া হয় সে খুবই সুস্থ। ৪-৭ পেলে মোটামুটি সুস্থ আর ০-৩ পেলে অবস্থা আশংকাজনক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions