Solution
Correct Answer: Option D
ফিমার মানবদেহের পশ্চাৎপদের প্রথম বড় অস্থি৷
এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি। এর
ঊর্ধ্বপ্রান্তে একটি গোল মস্তক, গ্রীবা ও ছোট বড় ট্রোকেল্টার
অবস্থিত। আর নিম্নপ্রান্তে দুটি কন্ডাইল বিশিষ্ট ফিমারের
মস্তক শ্রেণিচক্রে অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে। এর
প্রান্তে প্যাটেল নামক চ্যাপ্টা সিগময়েড অস্থি থাকে।