Solution
Correct Answer: Option A
Bell's Palsy মুখের (Facial) পেশির
প্যারালাইসিস। আমাদের মস্তিষ্ক থেকে আসা ৭ নং
ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির
কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ
প্যারালাইজড হয়ে যায়, তখন তাকে ফেসিয়াল
প্যারালাইসিস বা Bell's Palsy বলা হয়। ভাইরাসের
সংক্রমণ, মধ্যকর্ণে প্রদাহ ও মস্তিষ্কে স্ট্রোকজনিত কারণে
Bell's Palsy হয়। Bell's Palsy আক্রান্ত হলে রোগীর
মুখ বেঁকে যায় ও মুখের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।