Solution
Correct Answer: Option B
কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের (H)
ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে। pH
log[h+] pH এর পরিমাপ করার জন্য pH স্কেল
ব্যবহার করা হয় এবং এর মান ০ থেকে ১৪ পর্যন্ত বিবেচনা
করা হয়। রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্ত সামান্য
ক্ষারীয়, এর PH মাত্রা গড়ে ৭.৩-৭.৪।