Solution
Correct Answer: Option A
৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের উহান শহরে
শনাক্ত হওয়া রোগের নাম COVID-19. ১১ মার্চ, ২০২০
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রোগটিকে বৈশ্বিক মহামারি
ঘোষণা করতে গিয়ে Pandemic শব্দটি ব্যবহার করে।
Epidemic (মহামারি) শব্দটি ব্যবহৃত হয় কোন রোগের
প্রাদুর্ভাব যখন অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে কোন রোগ যখন বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে
পড়ে তখন তা Pandemic (অতিমারি)। COVID-19
বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে।