Eclampsia হলে Convulsion control করার জন্য সবচেয়ে ভালো Injection-

A DIAZEPAM

B PHENYTOIN

C MAGSULPH

D BARBITURATE

Solution

Correct Answer: Option C

একলেমশিয়া এক ধরনের খিচুনি যা গর্ভবতী মহিলাদের হয়। এটি সন্তান প্রসবের সময় বা প্রসবের পরেও হতে পারে। এর লক্ষণগুলো হলো- অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া, মুখ বা হাত ফুলে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া ও চোখে অন্ধকার দেখা। আর এটি নিয়ন্ত্রণে শিরা পথে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন দেওয়া হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions