'Plaster of paris' কোথায় ব্যবহৃত হয়?
A হৃদরোগের চিকিৎসায়
B হাঁপানীর চিকিৎসায়
C হাড়ভাঙ্গার চিকিৎসায়
D ডায়রিয়ার চিকিৎসায়
Solution
Correct Answer: Option C
দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম
সালফেটকে Plaster of paris বলা হয়। হাড়ভাঙ্গা
চিকিৎসায় ডাক্তাররা এটি ব্যবহার করে।