টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A আসাম
B মণিপুর
C মিজোরাম
D নাগাল্যান্ড
Solution
Correct Answer: Option B
বাংলাদেশ-ভারত সীমান্তের ১০০ কিলোমিটার
উজানে ভারতের বরাক ও তুতভাই নদীর মিলনস্থলে
ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয়েছে। টিপাইমুখ বাঁধ
ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। এ বাঁধটি বাংলাদেশের
সুরমা ও কুশিয়ারা নদীর উজানে অবস্থিত।