Solution
Correct Answer: Option C
ভিটামিন বি-১ এর রাসায়নিক নাম থায়ামিন। এটি
স্বাভাবিক ক্ষুধা, স্নায়ন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।
ফুলকপি, লেটুস পাতা, ভাতের মাড়, ডিমের কুসুম, হকৃত,
অস্ত্রের মাংস, ইত্যাদি। এর অভাবে বেরিবেরি নামক
আয়ুরোগ, মন্দাভ্যর্থ হওয়া হয়।