Which one is the top country in terms of per capita greenhouse gas emission?
Solution
Correct Answer: Option C
Worldometer- ২০২২ এর তথ্যমতে, বিশ্বে
গ্রিনহাউস গ্যাস (কার্বন ডাই-অক্সাইড) নিঃসরণে শীর্ষ দেশ
চীন। কিন্তু মাথাপিছু গ্রিনহাউস (কার্বন-ডাই অক্সাইড)
নিঃসরণে দ্বিতীয় অবস্থানে চীন। দেশটি মোট মাথাপিছু
৭.৩৮ টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। বিশ্বে গ্রিনহাউস
গ্যাস (কার্বন ডাই-অক্সাইড) নিঃসরণে দ্বিতীয় অবস্থানে
রয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু দেশটি মাথাপিছু গ্রিনহাউস গ্যাস
নিঃসরণে শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটি মোট মাথাপিছু
১৫.৫২ টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।