বাংলাদেশে উপগ্রহ-ভূ-কেন্দ্রের সংখ্যা কয়টি?
Solution
Correct Answer: Option B
বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। এগুলো হলো:
- রাঙামাটির বেতবুনিয়া (১৯৭৫),
- গাজীপুরের তালিবাবাদ (১৯৮২),
- ঢাকার মহাখালী (১৯৯৫),
- সিলেট (১৯৯৭)।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও বাসস।