Solution
Correct Answer: Option A
- চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা।
- এটি বরিশাল বিভাগ এর অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত।
- এই উপজেলায় মেঘনা নদী ও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশ বছর আগে জেগে ওঠে চর কুকরী মুকরী।
- চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে।
- উপজেলায় চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত।
- রয়েছে ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার।