Correct Answer: Option C
প্রাচীনকালে মহাস্থানগড় ছিল বাংলার রাজধানী; যার নাম ছিল পুণ্ড্রনগর, ইতিহাসে যা পুণ্ড্রর্বধন নামে পরচিতি। আড়াই হাজার বছর আগের ইতিহাস ও ঐতহ্যিকে বুকে ধারণ করে গড়ে উঠেছিল বগুড়ার মহাস্থানগড়। বগুড়া শহর থেকে উত্তরে ১৩ কিলোমিটার দূরে বগুড়া জেলার এক গৌরবোজ্জ্বল র্কীতি খ্রিষ্ঠপূব তৃতীয় শতাব্দী থেকে পঞ্চাশ শতাব্দীর মধ্যে একটি সমৃদ্ধিশালী জনপদ হিসেবে গড়ে ওঠে। এখানে র্মৌয, গুপ্ত ও পাল রাজাদরে প্রাদশেকি রাজধানী ছিল। কিন্ত এখন সেই রাজধানী নেই, রয়েছে ইতিহাসের পাতায় বাংলাদশেরে সব প্রাচীন নগরীর ধ্বংসাবশষে ও প্রত্নতাত্ত্বকি বহু নিদর্শন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions