ন্যাটো (NATO)-তে কোন মুসলিম রাষ্ট্র সদস্য?

A    সৌদি আরব

B    ইরান

C    মিশর

D    তুরস্ক

Solution

Correct Answer: Option D

- তুরস্ক হলো একমাত্র মুসলিম দেশ যেটি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর (NATO) সদস্য।
- দেশটি ১৯৫২ সালে গ্রিসের সাথে একসাথে ন্যাটোর সদস্যপদ লাভ করে।
- ন্যাটো (North Atlantic Treaty Organization) প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ৪ এপ্রিল
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান বিশ্বে ন্যাটোর মোট সদস্য সংখ্যা ৩২টি (সর্বশেষ সদস্য সুইডেন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions