Solution
Correct Answer: Option C
- পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট।
- এর উচ্চতা প্রায় ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩১.৭ ফুট।
- এটি হিমালয় পর্বতমালার মহালঙ্গুর হিমাল রেঞ্জে অবস্থিত।
- ভৌগোলিকভাবে এর অবস্থান নেপাল এবং চীনের সীমান্তে।
- নেপালি ভাষায় একে 'সাগরমাথা' এবং তিব্বতি ভাষায় 'চোমোলুংমা' বলা হয়।
- কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ এবং অন্নপূর্ণা দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।