- জসীমউদ্দীন রচিত গানের সংকলন ‘রঙিলা নায়ের মাঝি' এর অন্তর্ভুক্ত 'বাঁশরী আমার হারায়ে গিয়েছে' এর বিখ্যাত চরণ 'বাঁশরী আমার হারায়ে গিয়েছে বালুর চরে, কেমনে ফিরিব গোষন লইয়া গাঁয়ের ঘরে।'
সমাহিত করা হয়।
জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো:
- নক্সীকাঁথার মাঠ,
- রাখালী, বালুচর,
- মাটির কান্না ইত্যাদি।