Solution
Correct Answer: Option A
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এর আয়তন ১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.। এটি দেখতে বৃহদাকার ত্রিভুজের মতো।
- প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা ১১০৩৩ মিটার (৩৬১৯৯ ফুট)। এটি পৃথিবীর গভীরতম স্থান।
- Dead Sea (মৃত সাগর) একটি লবণাক্ত হ্রদ। এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, গ্রন্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১,২৪০ ফুট। বৈকাল বিশ্বের গভীরতম হ্রদ। এটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত।