Which country is completely surrounded by South Africa?
Solution
Correct Answer: Option B
- দক্ষিণ আফ্রিকার মাঝে অবস্থিত রাষ্ট্র লেসেথো।
উল্লেখ্য, যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র অবস্থিত, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ২টি- (১) ইতালি ও (২) দক্ষিণ আফ্রিকা।
ভ্যাটিকান সিটি এবং স্যান ম্যারিনো আলাদা দুটি দেশ কিন্তু ইতালির অভ্যন্তরে অবস্থিত তাই ইতালি ছিদ্রায়িত রাষ্ট্র অপরদিকে, দক্ষিণ আফ্রিকার মাঝে অবস্থিত রাষ্ট্র লেসেথো।