LaserJet printers are ____ than inKjet printer

A  slower

B  faster

C  cheaper

D  larger

Solution

Correct Answer: Option B

Solution:

লেজার প্রিন্টারে লেজার রশ্মি এর সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলা হয় । লেজার প্রিন্টার মুদ্রণের জন্য লেজার রশ্মি বা আলোকরশ্মি একটি আলোক সংবেদনশীল ড্রামের উপর মুদ্রণযোগ্য বিষয়ের ছাপা তৈরি করে । তখন লেজার রশ্মির প্রক্ষেপিত অংশ টোনার আকর্ষণ করে । এরপর ড্রাম সেই টোনারকে কাগজে স্থানান্তরিত করে । কাগজের উপর পতিত টোনার উচ্চতাপে গলে গিয়ে স্থায়ীভাবে বসে যায় । এভাবে প্রিন্টারে মুদ্রণের কাজ সম্পন্ন হয় । সাধারণত ডেস্কটপ পাবলিশিং এর কাজে এবং অফিস আদালতে লেজারপ্রিন্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয় । এ প্রিন্টারের ছাপা খুবই উন্নতমানের একে পেজ প্রিন্টারও বলা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions