Most of the issues discussed here in the meeting were trivial and only a few were ____. 

A  interesting 

B  practical 

C  significant 

D  irrelevant 

Solution

Correct Answer: Option C

 Solution: 

  

 Interesting - আগ্রহোদ্দীপক; আকর্ষণীয়; চিত্তাকর্ষক     Practical - ব্যবহারিক; প্রায়োগিক  
 Significant -  বিশেষ অর্থপূর্ণ; গুরুত্বপূর্ণ   Irrelevant - অপ্রাসঙ্গিক; অবান্তর    

উওর হিসেবে Trivial (তুচ্ছ; নগদ) বিপরীত শব্দ আসবে । কেননা Only a few দ্বারা মূলত এমন একটা শব্দ নির্দেশ করছে যা Trivial এর বিপরীত । আর Trivial এর বিপরীত হলো Significant. 

 বাক্যের অর্থঃ মিটিংয়ে  যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তার অধিকাংশই নগন্য এবং কিছু বিষয় ছিল তাৎপর্যপূর্ণ ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions