একুশে ফেব্রুয়ারী নিয়ে প্রথম গান কোনটি?
A আমাার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
B ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
C ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারী
D কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
Solution
Correct Answer: Option C
- ভাষাসৈনিক আ.ন.ম গাজীউল হক কর্তৃক একুশে ফেব্রুয়ারি নিয়ে রচিত প্রথম গান 'ভুলব না, ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না। লাঠি গুলি আর টিয়ারগ্যাস, মিলিটারি আর মিলিটারি ভুলব না। রাষ্ট্রভাষা বাংলা চাই, এ দাবিতে ধর্মঘট, বরকত সালামের খুনে লাল ঢাকার রাজপথ ভুলব না।
- ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার আরমানিটোলা ময়দানে আয়োজিত এক জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে এ গানটি গাওয়া হয়। গানটির সুরারোপ করেছেন নিজাম উল হক।
- ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটি রচনা করেন আবদুল গাফ্ফার চৌধুরী। গানটির প্রথম সুরকার আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ভাষা আন্দোলনভিত্তিক গান 'ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়' এর রচয়িতা ও সুরকার আব্দুল লতিফ।
- ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে, সেদিনই ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী ভাষা আন্দোলনে শহিদদের বিচারের দাবি নিয়ে রচনা করেন বিখ্যাত কবিতা 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এ কবিতাটিকে একুশের প্রথম কবিতা বলা হয়।