Which strait separates Australia and Tasmania?

A Bab-el-Mandeb

B Bass

C Berring

D Palk

Solution

Correct Answer: Option B

- প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।
- ব্যাস (Bass) প্রণালী অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড (ভিক্টোরিয়া অঙ্গরাজ্য) থেকে দক্ষিণের তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে এবং প্রশান্ত মহাসাগরের বাহু তাসমান সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে।

বিখ্যাত প্রণালিঃ
• আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে যে প্রণালী— বেরিং প্রণালী ।
• জিব্রাল্টার প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— মরক্কো ও স্পেনকে।
• উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে— জিব্রাল্টার প্রণালী ।
• বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে— মালাক্কা প্রণালী ।
• ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে— ডোভার প্রণালী ।
• বসফরাস প্রণালী যে দুটি সাগরকে সংযুক্ত করেছে— মর্মর ও কৃষ্ণসাগর ।
• যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত— ডোভার প্রণালী ।
• পক প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— ভারত-শ্রীলংকাকে ।
• হরমুজ প্রণালী অবস্থিত— ওমান সাগর ও পারস্য উপসাগর ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions