Who is called the father of Modern education?
Solution
Correct Answer: Option B
- John Amos Comenius ছিলেন একজন বিখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ। তাকে আধুনিক শিক্ষার জনক বলে মনে করা হয়।
- তিনি শিক্ষার বিষয়ে আধুনিক ধারণা তুলে ধরেছিলেন এবং শিক্ষাকে সহজ ও সুষম করার পক্ষ প্রচার করেছিলেন।
• John Amos Comenius এর প্রধান অবদান সমূহ:
- শিশুর বয়স ও মনোবিকাশের উপযুক্ত শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরা,
- মাতৃভাষায় শিক্ষার প্রসার ঘটানো,
- পাঠ্যবই ও শিক্ষামূলক খেলাধুলার ব্যবহার,
- স্বাভাবিক ও প্রাকৃতিক পদ্ধতিতে শিক্ষাদান,
- শারীরিক শাস্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রতিবাদ।