অতিমাত্রা কোন সমাস?

A প্রাদি সমাস

B নঞ তৎপুরুষ

C কর্মধারয়

D অব্যয়ীভাব

Solution

Correct Answer: Option D

- যে সমাসে পূর্বপদ অব্যয় বা উপসর্গ থাকে এবং সেই অব্যয়ের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- 'অতিমাত্রা' শব্দটির ব্যাসবাক্য হলো 'মাত্রাকে অতিক্রান্ত'।
- এখানে 'অতি' একটি উপসর্গ এবং এর অর্থই প্রধান।
- তাই এটি অব্যয়ীভাব সমাস।
- এই সমাসের আরও কিছু উদাহরণ হলো: আমৃত্যু (মৃত্যু পর্যন্ত), উপকূল (কূলের সমীপে) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions