কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (অফিস সহায়ক) - ৩১.১২.২০২১ (41 টি প্রশ্ন )
আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, ‘তারিখ’ আরবি শব্দ। নবম-দশম শ্রেণির পুরাতন ব্যাকরণ ও নতুন ব্যাকরণ অনুযায়ী, ‘তারিখ’ ফারসি শব্দ।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে। এ ক্রিকেট প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। এর ফলে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে। এছাড়াও, দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে।
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটি অবস্থা যা শিশুদের মধ্যে নিউরোডেভেলপমেন্টাল অস্বাভাবিকতা দ্বারা চিহ্নিত করা হয়। অটিজমে আক্রান্ত শিশুরা তাদের আচরণ এবং যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে সামাজিক পরিবেশে ভিন্নভাবে আচরণ করে। অটিজমের সাথে বসবাসকারী লোকেরা প্রায়শই পুনরাবৃত্তিমূলক, স্টেরিওটাইপড এবং সীমাবদ্ধ আগ্রহ বা আচরণগত ধরণ প্রদর্শন করে। এই অবস্থাটি সাধারণত এক থেকে পাঁচ বছরের মধ্যে শিশুদের মধ্যে দেখা যায়, যদিও এটি সাধারণত 3 বছর বয়সের আগে শুরু হয়। 4:1 পুরুষ-মহিলা অনুপাতের সাথে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে ঘটনাটি যথেষ্ট বেশি।
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নবম মহাসচিব। তিনি পর্তুগালের নাগরিক।
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আবার দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন।
CIRDAP- এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific। 
- এটি ৬ জুলাই, ১৯৭৯ তারিখে গঠিত হয়। 
- এর সদস্য দেশ ১৫ টি। যথা- বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল। থাইল্যান্ড, ভিয়াতনাম, ফিলিপাইন, পাকিস্তান,। আবগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ওফিজি। 
- এর সদর দপ্তর ঢাকাইয়, সুপ্রীমকোর্টের সম্মুখে চামেলী হাউজে।

সংবিধানের,
- ৩নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- ৩ নং অনুচ্ছেদ : রাষ্ট্রভাষা
- ৪ নং অনুচ্ছেদ : জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
- ৫ নং অনুচ্ছেদ : রাজধানী।
মাথাপিছু গ্রিণ হাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ চীন, তারপর যুক্তরাষ্ট্র। 
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ে। 
- ১১ মার্চ ২০২০ WHO কোভিড-১৯ কে Pandemic ঘোষণা করে।

- Bertrand Russell ছিলেন The Modern Period এর বিখ্যাত দার্শনিক
--তাঁর পুরো নাম ঃ Bertrand Arthur William Russell
-তিনি Modern Philosopher ছিলেন
-তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1950 সালে
-তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে The History of Western Philosophy,Art in the World,Marriage and Morals etc

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
To end in smoke -to be wasted (নিস্ফল হওয়া)
বাক্যটি future indefinite tense এ আছে
-some time in future এর ক্ষেত্রে someday শব্দটি ব্যবহৃত হয়

স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে'(Smartphones will lose their popularity someday)'


-by/in leaps and bounds হচ্ছে একটি idiom
-এটির অর্থ অত্যন্ত দ্রুতগতিতে (very quickly)
-পণ্যদ্রব্য অর্থে goods সর্বদা plural form এ হয়

জিনিসের দাম হু হু করে বাড়ছে.(The price of essential goods is rising by leaps and bounds. )


রহিম আসার আগেই করিম এসে থাকবে-Karim will have come before Rahim will come.
Cricket শব্দটির দুটি অর্থঃ
-ঝিঁঝিঁ পোকা এবং ক্রিকেট খেলা
Give in হচ্ছে একটি phrasal verb
-এটির অর্থ ''আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা''
-এটি phrasal verb টির পরে to বসবে

-সরকারের মেনে নেয়া বা নতি স্বীকার অর্থে give in হবে

Example:
-The government gave  in to the demands of the people.(সরকার জনগণের দাবি পূরণ করেছে।)
afraid শব্দটি অর্থ ভীত বা শঙ্কিত
The man is afraid of the dog. বাক্যটিতে ‘afraid' শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, ’afraid' দ্বারা ব্যক্তিটির অবস্থা নির্দেশ করা হয়েছে।
ঔপন্যাসিক মানিক ব বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত আলোচিত ও একাধিক বিদেশী ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস পদ্মানদীর মাঝি ।এ উপন্যাসের নায়িকা কপিলা ।
হাছন রাজা একজন মরমী কবি বা বাউল শিল্পী । প্রকৃত নাম দেওয়ান হাছন রাজা । ১৮৫৪ সালে সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । তার পূর্বপুরুষগণ ছিলেন হিন্দু এবং অযোধ্যার অধিবাসী । সিলেটে আসার আগে তারা যশোরের অধিবাসী ছিলেন । হাছন রাজা প্রথম জীবনে জমিদার ছিলেন পরবর্তীতে সন্ন্যাসজীবন গ্রহণ করেন । ১৯২২ সালে মারা যান ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায় ১৮৭২ খ্রিস্টাব্দে মাসিক 'বঙ্গদর্শন 'প্রকাশিত হয় ।এই পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্র একটি শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে তোলেন ।বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর 'বঙ্গদর্শন ' সম্পাদনা করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

অব্যক্ত মধুর যে ধ্বনি = কলতান।
ময়ূরের ডাক = কেকা,
ঢেউয়ের ধ্বনি = কল্লোল।

যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন – পাখিগুলাে নীল আকাশে উড়ছে। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে।
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। যেমন: মেয়েরা ফুল তোলে।

কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের হয়ে থাকে।

- মুখ্য কর্তা: যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্য কর্তা।
- প্রযোজক কর্তা: মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে।
- প্রযোজ্য কর্তা: মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে।
- ব্যতিহার কর্তা: কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে।

বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে। 

- কর্মবাচ্যের কর্তা (কর্মপদের প্রাধান্যসূচক বাক্যে): পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে।
- ভাববাচ্যের কর্তা (ক্রিয়ার প্রাধান্যসূচক বাক্যে): আমার যাওয়া হবে না।
- কর্ম-কর্তৃবাচ্যের কর্তা (বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয়): বাঁশি বাজে।

কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ- 
- পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তির
- সবাইকে একদিন মরতে হবে = কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তির। 
- আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তির 
- ঘােড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তির

তিরোভাব - আবির্ভাব।
অবরোহণ - আরোহণ।
আবাহন শব্দের অর্থ - আমন্ত্রণ বা আহ্বান।
তাই এর বিপরীত শব্দ বিসর্জন।
দেয়া আছে,
পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৩ মিটার
পুকুরের আয়তন = (৩২ × ২০ × ৩) ঘন মিটার 
                     = ১৯২০ ঘন মিটার
এখন,
০.১ ঘনমিটার পানি সেচতে পারে ১ সেকেন্ডে 
∴ ১ ঘনমিটার পানি সেচতে পারে ১/০.১ সেকেন্ডে 
∴ ১৯২০ ঘনমিটার পানি সেচতে পারে (১ × ১৯২০)/০.১ সেকেন্ডে 
                                              =১৯২০০ সেকেন্ড 
                                              = ১৯২০০/৬০ মিনিট 
                                              =  ৩২০ মিনিট
                                              = (৫ × ৬০)  মিনিট + ২০ মিনিট  
                                              = ৫ ঘণ্টা ২০ মিনিট
কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোনের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোনের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে।
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত :
1) একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়।
2) একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
3) একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
4) দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

প্রত্যেক ত্রিভুজের ছয়টি অংশ আছে; তিনটি বাহু এবং তিনটি কোণ। ত্রিভুজের এই ছয়টি অংশের কয়েকটি অন্য একটি ত্রিভুজের অনুরূপ অংশের সমান হলে দুইটি ত্রিভুজ সর্বসম হতে পারে। সুতরাং কেবল ঐ অংশগুলো দেওয়া থাকলে ত্রিভুজটির আকার নির্দিষ্ট হয় এবং ত্রিভুজটি আঁকা যায়। নিচের উপাত্তগুলো জানা থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ সহজেই আঁকা যায় :

(১) তিনটি বাহু

(২) দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ

(৩) একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ

(৪) দুইটি কোণ ও এর একটির বিপরীত বাহু

(৫) দুইটি বাহু ও এর একটির বিপরীত কোণ

(৬) সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অন্য একটি বাহু অথবা কোণ।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0