বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (সহকারী ব্যাবস্থাপক)- ০৮-৯-২০২৩ (100 টি প্রশ্ন )
১০% হারে ৩০০০ টাকার  সুদ = ৩০০০ × ১০/১০০  
= ৩০০ টাকা 
৮% হারে  ২০০০ টাকার সুদ = ২০০০ × ৮/১০০ 
= ১৬০ টাকা 

মোট সুদ = ৩০০ + ১৬০ টাকা 
= ৪৬০ টাকা 

∴ সুদের হার = (৪৬০/৫০০০) × ১০০% 
= ৯.২%
পাশ করে নি = ১০০% - ৩০% 
= ৭০% 

প্রশ্নমতে,
৭০% পরীক্ষার্থী = ৩০ + ১২ = ৪২ 
মোট পরীক্ষার্থী = ৪২ × ১০০/৭০ 
= ৬০ জন
লিটু ১০ দিনে করে কাজটির = ১ অংশ
লিটু ১ দিনে করে কাজটির = ১/১০ অংশ

রিটু ১৫ দিনে করে কাজটির = ১ অংশ
রিটু ১ দিনে করে কাজটির =  ১/১৫ অংশ

লিটু, রিটু একত্রে ১ দিনে করে = (১/১০) + (১/১৫)
= (৩ + ২)/১৫
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

প্রশ্নমতে,  
১/৬ অংশ = ২৫০ টাকা
১ অংশ বা সম্পূর্ন কাজে টাকা পায় = ২৫০ × ৬  টাকা 
লিটু ১/১০ অংশের জন্য পায় = (২৫০ × ৬)/১০ টাকা
= ১৫০ টাকা
বালতি + পানির ওজন = ১২ কেজি
বালতি + অর্ধেক পানির ওজন = ৭ কেজি

সমীকরণ দুটি বিয়োগ করে পাই,
পানির ওজন - অর্ধেক পানির ওজন = ১২ - ৭
⇒ অর্ধেক পানির ওজন = ৫ কেজি
∴ পানির ওজন = ৫ × ২ কেজি
= ১০ কেজি 

∴ বালতির ওজন = ১২ - ১০ কেজি
= ২ কেজি
প্রত্যেক বন্ধু ২১/৩ বা ৭ টি করে রুটি খেয়েছে। তাই, ১ম বন্ধু পাবে ৫ টি রুটির টাকা এবং ২য় বন্ধু পাবে ২ টি রুটির টাকা।

৭টি রুটির দাম ৩৫ টাকা
১ টি রুটির দাম ৩৫/৭ = ৫ টাকা

৫ টি রুটির দাম ৫ × ৫ = ২৫ টাকা 
২ টি রুটির দাম = ৫ × ২ = ১০ টাকা
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১৬০ টাকা

১৬০ টাকায় খ এর বেতন কম ৬০ টাকা
১টাকায় খ এর বেতন কম ৬০/১৬০ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৬০× ১০০)/১৬০
= ৩৭.৫ টাকা
২য় সংখ্যা x
১ম সংখ্যা 2x 
৩য় সংখ্যা 2x/3

প্রশ্নমতে, 
x + 2x + (2x/3) = 132
⇒ (3x + 6x + 2x)/3 = 132
⇒ 11x = 396 
∴ x = 396/11 = 36
ক = ৮n + ৫ ; যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। 
৮n জোড় সংখ্যা। 
∴ ক বিজোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা

ক + ৩ জোড় সংখ্যা। কারণ বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
ক - ৩ জোড় সংখ্যা। 
৩ক + ১ জোড় সংখ্যা। 

৫ক + ২ বিজোড় সংখ্যা কারণ বিজোড় + জোড় = বিজোড় সংখ্যা।
৩/১০ = ০.৩
২/৫ = ০.৪
৪/১৫ = ০.২৭
৭/২০ = ০.৩৫

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৩৩ - ১৯ = ১৪
৫১ - ৩৩ = ১৮
৭৩ - ৫১ = ২২
অর্থাৎ, ব্যবধান ৪ করে বাড়ছে। পরবর্তী ব্যবধান = ২২ + ৪
= ২৬

∴ পরবর্তী সংখ্যা = ৭৩ + ২৬ = ৯৯
বৃত্তের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল = πr2 
বৃত্তের ব্যাসার্ধ r + n হলে ক্ষেত্রফল = π(r + n)2

প্রশ্নমতে, 
 π(r + n)2 = 2 πr2
⇒ r + n = √2 r
⇒ √2 r - r = n 
⇒ r(√2 - 1) = n 
∴ r = n/(√2 - 1)

মইটির দৈর্ঘ্য = AC 
= √(402 + 92)
=  √1681
= 41 ফুট
শতকরা লাভ
= ৪0% - ২০% + {৪০ x (-২০)/১০০}%
= ৪০% - ২০% - ৮% = ১২%

∴ মোটের উপর ১২% লাভ।
৫০ জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে ৩৫ জন।
অতএব শুধু বাংলায় কথা বলে = ৫০ - ৩৫ = ১৫।

আবার,
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে ২৫ জন।
অতএব বাংলায় মোট কথা বলে= ২৫ + ১৫ = ৪০ জন।
বিতর্কদলের সদস্যদের বয়সের সমষ্টি
= (২৪ × ৩) = ৭২ বছর

যদি দুইজন সদস্যের বয়স সর্বনিম্ন ধরা হয় তবে
তৃতীয় জনের সর্বোচ্চ বয়স পাওয়া যাবে।
যেহেতু কোনো সদস্যের বয়স ২১ বছরের নিচে
নয়, সেহেতু বিতর্কদলের ২ জনের সর্বনিম্ন
বয়সের সমষ্টি = (২১ × ২) বছর = ৪২ বছর

সুতরাং তৃতীয় জনের সর্বোচ্চ বয়স
= ( ৭২ - ৪২) = ৩০ বছর
ধরি, সমস্ত অংশ ক টাকা 

ক × (৩/৮) × (২/৩) = ৫০৪০ 
⇒ ক = ৫০৪০ × ৪ 
= ২০১৬০ টাকা 

২/৩ অংশের দাম = ২০১৬০ × ২/৩ 
= ১৩৪৪০ টাকা
মিশ্রণে পানি ও দুধের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে দুধের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি 
দুধ মিশাতে হবে = ক লিটার 
প্রশ্নমতে 
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪ 
⇒ ৩ক = ২৪০
⇒ ক = ৮০ লিটার
মোট সঠিক উত্তর = ১৫ + ৪(ক - ২৫)/৫
= ১৫ + (৪ক - ১০০)/৫ 
= (৪ক - ২৫)/ ৫

প্রশ্নমতে, 
(৪ক - ২৫)/ ৫/ক = ৭৫/১০০ 
⇒ (৪ক - ২৫)/ ৫ক = ৩/৪
⇒ ১৬ক - ১০০ = ১৫ক 
⇒ ক = ১০০ 

∴ ১০০ টি প্রশ্ন ছিল।

ধরি, শিক্ষার্থীর সংখ্যা ক

তাহলে,

ক×ক×২০ = ৫০০০০

⇒ ক = ২৫০০

⇒ ক = √৫০

⇒ ক = ৫০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


- তালহা তার যাত্রা শুরুর স্থান থেকে প্রথমে ৪০ মিটার উত্তরে যায়।
- তারপর বামদিকে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে ৩০ মিটার যায়।
- আবার বামদিকে (দক্ষিণে) ৪০ মিটার যায়।
- এখানে তার অবস্থান আগের অবস্থান থেকে ৩০ মিটার পশ্চিম।
- শেষবার সে বামদিকে ৪০ মিটার অর্থাৎ আগের অবস্থান এর উপর দিয়ে পূর্ব দিকে যায়।
- সুতরাং ৪০ - ১০ = ১০ , যাত্রাবস্থা থেকে তার দুরত্ব ১০ মিটার।
- কম্পাইলারের কাজ উচ্চস্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা।
- কম্পাইলার গোটা প্রোগ্রামকে একবারে পড়ে এবং এক সাথে অনুবাদ করে।
- প্রোগ্রামে ভুল থাকলে সবগুলো ভুলকে একসাথে তুলে ধরে।
- কম্পাইলারের সাহায্যে প্রোগ্রামকে একবার যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা হলে পরবর্তীতে প্রোগ্রামটি চালনার সময় আর অনুবাদের দরকার হয় না।
- কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয়। এই প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে।
- বড় ধরনের কম্পিউটারে কম্পাইলার বেশি ব্যবহার হয়ে থাকে। ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার দরকার হয়।
- এক ধরনের প্রোগ্রামের জন্য তৈরি কম্পাইলার অন্য ধরনের প্রোগ্রামের অনুবাদের জন্য ব্যবহার করা যায় না।
- ডিস্ক ত্রুটি হল ডিস্কের পৃষ্ঠে একটি ছোট, পৃষ্ঠতল ত্রুটি যা ডিস্কের তথ্য পড়া বা লেখার ক্ষমতা ব্যাহত করতে পারে।
- ডিস্ক ত্রুটিগুলি সাধারণত ক্ষুদ্র হয় এবং কোনও লক্ষণ সৃষ্টি না করেই ঘটতে পারে।
- তবে, যদি একটি ডিস্ক ত্রুটি একটি গুরুত্বপূর্ণ ফাইলের উপর পড়ে থাকে, তাহলে সেই ফাইলটি পড়তে বা লিখতে অক্ষম হতে পারে।
- কম্পিউটার শুধু ০ (শূন্য) এবং ১ (এক) বুঝতে পারে।
- আর এই ০ ও ১ দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা (Machine Language) বলে।
- কম্পিউটারে নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা।
- এটি প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। Assembly Language দ্বিতীয় প্রজন্মের Low Level Programming Language । ১৯৫০ সালে প্রোগ্রাম রচনায় এ ভাষার প্রচলন হয়।
- অন্যদিকে Java ও python তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা।
- যে সংখ্যা পদ্ধতির ভিত্তি ২ এবং ০ ও ১ ব্যবহার করে সকল সংখ্যা লেখা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- কম্পিউটারের ডাটা সংরক্ষণে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- TIFF, JPEG, এবং GIF সবগুলিই বহুল ব্যবহৃত bitmap ইমেজ ফরম্যাট।

এখানে প্রতিটি ফরম্যাট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল:
- TIFF (Tagged Image File Format): এটি একটি উচ্চ-মানের ইমেজ ফরম্যাট যা বিশেষ করে প্রিন্টিং এবং প্রফেশনাল ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়।
- JPEG (Joint Photographic Experts Group): এটি একটি সাধারণ ইমেজ ফরম্যাট যা ওয়েবসাইট এবং ডিজিটাল ক্যামেরায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি ইমেজের আকার কমাতে কম্প্রেশন ব্যবহার করে।
- GIF (Graphics Interchange Format): এটি একটি সীমিত রঙের ইমেজ ফরম্যাট যা অ্যানিমেশন সমর্থন করে। এটি ওয়েবসাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে লোগো এবং সিম্পল অ্যানিমেশনের জন্য।

এই তিনটি ফরম্যাটই bitmap ইমেজ ফরম্যাটের উদাহরণ, যেখানে ছবিগুলি পিক্সেল দ্বারা গঠিত হয়। প্রতিটি ফরম্যাটের নিজস্ব সুবিধা এবং ব্যবহারের ক্ষেত্র রয়েছে, তাই সবগুলিই ডিজিটাল ইমেজিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে ।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন।
- তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, CLISP, MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়।
- তবে এদের মধ্যে Prolog প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট তথ্য- উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ চলার সময় বা প্রোগ্রাম নির্বাহের সময় গাণিতিক যুক্তি অংশ এবং নিয়ন্ত্রণ অংশের অসংখ্য স্থানে অস্থায়ীভাবে বিভিন্ন উপাত্ত ও নির্দেশ জমা থাকে।
- তথ্য মজুদের স্থানগুলোকে বলা হয় Register. Register-এ অল্প সময়ের জন্য তথ্য সংরক্ষিত থাকে।
- ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি বলে Register এর কাজ করার ক্ষমতা খুব দ্রুত।
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিই হলো ক্যাশ মেমোরি।
- কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর। এটা অনেকটা র‍্যামের মতই কাজ করে।
- প্রসেসর যখন কোন কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে।
- কম্পিউটারে পাঠানো কমান্ড এবং স্বল্প সময়ের জন্য ছোটখাটো তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়।
- তাই প্রসেসরে ক্যাশ মেমরি যত বেশি হবে, তত গতিময় হবে কম্পিউটার।
MS Word-এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট - 

সাধারণ কমান্ড:
• Ctrl + N: নতুন ডকুমেন্ট খোলা
• Ctrl + O: বিদ্যমান ডকুমেন্ট খোলা
• Ctrl + S: ডকুমেন্ট সেভ করা
• Ctrl + P: প্রিন্ট করা
• Ctrl + W: বর্তমান ডকুমেন্ট বন্ধ করা

এডিটিং:
• Ctrl + X: কাট করা
• Ctrl + C: কপি করা
• Ctrl + V: পেস্ট করা
• Ctrl + Z: আনডু করা
• Ctrl + Y: রিডু করা
Ctrl + F: খোঁজা
• Ctrl + H: খোঁজা এবং প্রতিস্থাপন করা

ফরম্যাটিং:
• Ctrl + B: বোল্ড
• Ctrl + I: ইটালিক
• Ctrl + U: আন্ডারলাইন
• Ctrl + L: বাম এলাইনমেন্ট
• Ctrl + E: কেন্দ্র এলাইনমেন্ট
• Ctrl + R: ডান এলাইনমেন্ট
• Ctrl + J: জাস্টিফাই এলাইনমেন্ট

ন্যাভিগেশন:
• Ctrl + Home: ডকুমেন্টের শুরুতে যাওয়া
• Ctrl + End: ডকুমেন্টের শেষে যাওয়া
• Ctrl + ← or →: শব্দের বাম বা ডানে যাওয়া
• Ctrl + ↑ or ↓: অনুচ্ছেদের উপরে বা নিচে যাওয়া

টেক্সট নির্বাচন:
• Ctrl + A: সম্পূর্ণ ডকুমেন্ট নির্বাচন
• Shift + ← or →: অক্ষর নির্বাচন
• Ctrl + Shift + ← or →: শব্দ নির্বাচন

অন্যান্য:
• F7: বানান ও ব্যাকরণ পরীক্ষা
• Shift + F3: কেস পরিবর্তন (লোয়ার/আপার/টাইটেল)
• Ctrl + Shift + C: ফরম্যাট কপি
• Ctrl + Shift + V: ফরম্যাট পেস্ট

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- FTP (File Transfer Protocol): হলো একটি নেটওয়ার্ক প্রটোকল, যা কোনো কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কম্পিউটার ফাইল স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0