কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় (অডিটর) - ২২.১০.২০২১ (80 টি প্রশ্ন )

- ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে।
- ১৬ নভেম্বর ১৯৪৫ UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬।
- UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। 
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
- এর বর্তমান সদস্য ১৯৪টি দেশ।
- ১০ জুলাই ২০২৩ কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়


প্রথম সংশধনী গৃহিত হয় ১৫ জুলাই ১৯৭৩, রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ জুলাই ১৯৭৩। এ সংশোধনীর উদ্দেশ্য ছিল ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যাজনিত অপ্রাধ,যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল তাদের বেচারের জন্য সরকারকে ক্ষমতা প্রদান। এ সংশধনির মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়।

- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।

জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট কেনেথ কাউন্ডা'কে আফ্রিকার গান্ধী বলা হয়। তিনি ২৭ বছর ক্ষমতায় ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯৭ বছর বয়সে মারা গেছেন।


পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু ' 

- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর,২০১৫ সালে ।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি . মি এবং প্রস্থ ১৮.১০ মিটার । 
- এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্পেন আছে ৪১ টি ।
- এর সংযোগস্থল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
- ভূমিকম্পের সহনীয় মাত্রা রিখটার স্কেল ৯
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।

এক নজরে পদ্মা সেতু :
অফিসিয়াল নাম : পদ্মা বহুমুখী সেতু 
সংযোগস্থল :  মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
ভিত্তিপ্রস্তর স্থাপন : ৪ জুলাই ২০০১।
নির্মাণকাজ উদ্বোধন : ১২ ডিসেম্বর ২০১৫।
দৈর্ঘ্য : ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
প্রস্থ : ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য : ৯.৩০ কি.মি.
লেন : ৪টি 
স্প্যান : ৪১টি
পিলার বা পিয়ার : ৪২টি
সেতুর ভায়াডাক্টঃ ৩.১৮ কিলোমিটর।
নদীশাসন হয়েছেঃ দুই পাড়ে ১২ কিলোমিটর
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতাঃ ৬০ ফুট
রেললাইন স্থাপন হবেঃ নিচ তলায়। 
সেতুর আয়ুষ্কাল : ১০০ বছর 
ভূমিকম্পের সহনীয় মাত্রা : রিখটার স্কেল ৯ 


শেখ রাসেল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।


পাকিস্তান এবং জাম্বিয়া সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিলো একসময়। নেপাল সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিল না। চীন কখনো ব্রিটেনের উপনিবেশ ছিলো না। 


- পাকিস্তানের ২৩ বছরের শাসনকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ বার জেলে গেছেন এবং মৃত্যুর মুখোমুখি হয়েছেন দুবার।
- বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন।
- এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে।
অর্থাৎ,
বঙ্গবন্ধু তাঁর জীবনের প্রায় ১৩ বছরের মত (৪৬৮২/৩৬৫ = ১২.৮ বছর
- ১৯৬৬-৬৯ সালে কারাগারে থাকাকালে তিনি তাঁর এই 'অসমাপ্ত আত্মজীবনী' রচনা করেছেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ব্লাক সেপ্টেম্বর হলো ১৯৭০ সালে গঠিত ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন।


মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

বর্তমানে খেতাবগুলো হলো:
বীরপ্রতীক- ৪২৪ জন
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)

গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে।
তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)


জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নবম মহাসচিব। তিনি পর্তুগালের নাগরিক।
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আবার দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন।


১২৭ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠিত সম্পর্কে বলা হয়েছে।
১২৭(১) অনুযায়ী বাংলাদেশে একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকিবেন এবং তাহাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন।
১২৮ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষকের দায়িত্বের বর্ণনা করা হয়েছে।


টাইগার হিল (২,৫৯০ মিটার) পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত।

এই জায়গাটি হল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উচ্চতম স্টেশন ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু।

এখান থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পর্বত-এর বিস্তারিত দৃশ্যপট দৃষ্টিগোচর হয়।


 এমআরটি লাইন-৬ হল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল। এটি উদ্বোধন হয় ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
 এটির অর্থায়ন করে Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন।
 মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা হল -Dhaka Mass Transit Company Limited.


মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি।

ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়।

এ পর্যন্ত মন্ট্রিল চুক্তি ৯ বার সংশোধন হয়। সর্বশেষ ২০১৬ সালে এটি সংশোধিত হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন কে নিয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় .১৯ জুন ১৯৬৮ সালে কুর্মিটলা সেনানিবাসে এই মামলা কার্যক্রম শুরু হয় .২২ ফ্রেব্রুয়ারি ১৯৬৯ সালে পাকিস্তান সরকার জনরোধের মুখে এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় ।

 এমআরটি লাইন-৬ হল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল। এটি উদ্বোধন হয় ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
 - এটির অর্থায়ন করে Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন।
-  যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা হল -Dhaka Mass Transit Company Limited.

 


ফাদার মারিও ভেরোনেসি ছিলেন ইতালীর নাগরিক।  ফাদার মারিও ভেরোনেসিসহ ৬ জনকে ১৯৭১ সালের ৪ এপ্রিল যশোরে ফাতেমা হাসপাতালের পাশে যশোর ক্যাথলিক চার্চের ভেতর ঢুকে পাকবাহিনী হত্যা করে। ফাদারের অপরাধ (?) ছিল মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আহত মুক্তিযোদ্ধাসহ অন্যদের চিকিৎসা সেবা দিয়ে ভাল করে তুলতেন। 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

১০ই জুলাই ৭১ থেকে ১৭ই জুলাই ৭১ পর্যন্ত মুক্তিবাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যুদ্ধ অঞ্চলের অধিনায়কদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে বাংলাদেশকে ১১টি যুদ্ধ সেক্টরে বিভক্ত করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
- এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।


x2 + x - 6
= x2 - 2x + 3x - 6
= x(x - 2) + 3(x - 2)
= (x - 2)(x + 3)


আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ১০০(১০০ + ১)/২
= ৫০ × ১০১
= ৫০৫০


১০০ জন লোকের মধ্যে মহিলা ২৫ জন
তাহলে ৫০০০ জনের মধ্যে মহিলা হবে (৫০০০ × ২৫)/১০০ = ১২৫০ জন

যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
যেমন: ৩/৪, ৭/১৮
সুতরাং, প্রকৃত ভগ্নাংশর মান < ১

এবং, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
যেমন: ৪/৩, ১৮/৭
সুতরাং, অপ্রকৃত ভগ্নাংশ মান > ১


চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
ত্রিজের তিন কোণের সমষ্টি ১৮০°
১০০ টাকায় লাভ হয় ১৫ টাকা
সুতরাং,
৩০০ টাকায় লাভ হবে 
= (৩০০ × ১৫)/১০০ 
= ৪৫ টাকা

দেওয়া আছে, 
৩ জনের বয়সের গড় ৩৫ বছর।
তাদের বয়সের সমষ্টি = ৩ × ৩৫ = ১০৫ বছর

সিজিএস পদ্ধতি বা সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতি (Centimeter-gram-second system) বলতে মেট্রিক একক ব্যবহারকারী একটি বিশেষ ধরনের পদ্ধতিকে বোঝায়, যেখানে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড যথাক্রমে দৈর্ঘ্য, ভর ও সময়ের ভিত্তি একক।
এখানে,
- দৈর্ঘ্যের একক সেন্টিমিটার,
- ভরের একক গ্রাম এবং
- সময়ের একক সেকেন্ড


৫০ এর ৬%
= ৫০ × ৬/১০০
= ৩০০/১০০
= ৩


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ধরি সংখ্যা দুইটি 2x এবং 3x
2x এবং 3x এর গসাগু = x
তাহলে, x = 4
∴ বৃহত্তম সংখ্যা = 3×4 = 12


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0