সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লি. সহকারি ব্যবস্থাপক (সাধারণ)-২৬.১১,২০২১ (100 টি প্রশ্ন )
প্রফুল্ল চন্দ্র রায় ১৮৯৫ সালে মারকিউরাস নাইট্রাইট আবিস্কার করেন ।
-জগদীশ চন্দ্র বসু গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রেসকোগ্রাফ আবিস্কার করেন
-ড. কুদরত এ খোদা পাঠকাঠি থেকে মণ্ড তৈরি করে সেই মণ্ড থেকে অতি উন্নত মানের দৃঢ় তক্তা তৈরি করার পদ্ধতি আবিস্কার করেন।
-সত্যেন্দ্রনাথ বসু আইন্সটাইন এর সাথে মিলে 'বোস -আইন্সটাইন স্ট্যাটিস্টিক তত্ত্ব 'প্রদান করেন ।
মহামতি গৌতম বুদ্ধের দর্শনে অনুপ্রাণিত হয়ে ১৯৭২ সালে ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুক Gross National Happiness সূচক আবিস্কার করেন ।এ সূচকের মূলকথা অর্থনৈতিক উন্নয়নের সাথে নাগরিকের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ।জাতীয় সুখ সূচকে ৯ টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে ।মানসিক শান্তি ,স্বাস্থ্য ,শিক্ষা ,সময়ের সুব্যবহার ,সাংস্কৃতিক জীবনীশক্তি ,পরিবেশগত বৈচিত্র্য  ও সহনশীলতা এবং জীবনযাত্রার মান । 
(SDGs) হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals এর স্থলে প্রতিস্থাপন করা হয় .২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable Development শিরোনামের একটি কর্মসূচী গৃহীত হয়,যা SDGs নামে পরিচিত ।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ।
- এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্ত্রভুক্ত রয়েছে .
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের দখককৃত দ্বীপ তাইওয়ানের নিয়ন্ত্রণে ফিরে পায় চিয়াং কাইশেক এর নেতৃত্বাধীন চীনা সরকার ।কিন্তু পঞ্চাশের দশকে মাও সেতুং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ও চিয়াং কাইশেক এর জাতীয়বাদী দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় ।এ যুদ্ধে চিয়াং কাইশেক এর সরকার চীনের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ হারিয়ে তাইওয়ানে পালিয়ে যায় । সেখানে তারা রিপাবলিক অব চায়না নামে সরকার গঠন করে নিজেদেরকে চীনের প্রতিনিধিত্বশীল সরকার বলে দাবি করে ।ফলে জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ চিয়াং কাইশেক এর সরকারকে চীনের সত্যিকার সরকার বলে স্বীকৃতি দেয় কিন্তু ২৫ অক্টোবর ১৯৭১ সালে জাতিসংঘ মাও সেতুং এর বেইজিং সরকারকে চীনের আসল সরকার বলে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয় ।

Dead Sea (মৃত সাগর)-কে সাগর মনে হলেও এটি মূলত একটি লবণাক্ত হ্রদ। পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি সাগর যে সাগরের পানিতে কেউ ডুবে না। এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, প্রস্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১.২৪০ ফুট।
- Dead Sea'র পশ্চিমে ইসরাইল ও পূর্বে জর্ডান অবস্থিত।


-১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত 'ভারত -বাংলাদেশ মৈত্রী উদ্যান' ভারতে ত্রিপুরা রাজ্যে অবস্থিত ।
-এটি ২০১৭ সালে উদ্বোধন করা হয়
-৫২ ফুট উচ্চতার একটি স্মৃতিসৌধকে ঘিরে এ উদ্যান গড়ে তোলা হয়েছে
১০ এপ্রিল ,১৯৭১ সালে মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন ।পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ . জি ওসমানী ৪ টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে ।ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালী নৌ - কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না ।এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত ।
৮ নভেম্বর ,২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচি'র দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে ১ ফেব্রুয়ারি ,২০২১ সালে মিয়ানমার সামরিক বাহিনী অং সাল সুচি'র সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে ।
বিশ্বজুড়ে শরণার্থীদের দুর্দশার প্রতি দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি তাদের জীবন পুনর্গঠনে জরুরীভাবে সহায়তা করার জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তি ও সংস্থান জড়ো করতে ২০০১ সাল থেকে ২০ জুন 'বিশ্ব শরণার্থী দিবস 'হিসেব পালন করা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে আগ্রহী ৪ দেশ (ভারত ,জাপান ,জার্মানি ও ব্রাজিল ) G4 নামে পরিচিত ।
শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে।এটাকে আবার 'যুদ্ধোত্তর সংবিধান ' নামেও অভিহিত করা হয় ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ ৩ মে জাপান পুরনো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে । মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় জাপানের সংবিধান রচিত হয়েছিল ।সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ 'জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে 'এবং ভূমি ,নৌ ,ও বিমানবাহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বাহিনী রাখবে না ।এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামে পরিচিত ।উল্লেখ্য ,১৭ সেপ্টেম্বর ,২০১৫ সালে দেশটির আইনসভা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত সীমান্ত পেরিয়ে লড়াইয়ে সেনাবাহিনীকে আইন পাসের মাধ্যমে ক্ষমতা প্রদান করে ।
৩ নভেম্বর ,২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ।
-এ নির্বাচনে ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন
-২০ জানুয়ারি ,২০২১ সালে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ।
মোট ইলেক্টোরাল ভোট -----------৫৩৮ টি
জয়ের জন্য প্রয়োজন ------------২৭০ টি
জো -বাইডেনের প্রাপ্ত ইলেক্টোরাল ভোট -৩০৬ টি
ডোনাল্ড ট্রাম্প প্রাপ্ত ইলেক্টোরাল ভোট -২৩২ টি
ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর
-এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত 'ঠেঙ্গার চর' ও 'জালিয়ার চর' এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসান চর ।
-বর্তমানে এর আয়তন ২৫ বর্গমাইল (৬৫ বর্গ কি.মি)
-বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বগুড়া জেলার শেরপুর উপজেলায় ১০০ বিঘা জমিতে দুই জাতের ধান লাগিয়ে বিশাল ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক প্রতিকৃতি ।
-যার নাম দেওয়া হয়েছে 'শস্যচিত্রে বঙ্গবন্ধু ।
-বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এই প্রতিকৃতি তৈরি করা হয়
-বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে ১৭ মার্চ ,২০২১ সালে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয় ।
-'The Last Supper 'ইতালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা দেয়াল চিত্রকর্ম ।
-এটি ১৪৯৫ -৯৮ সালের মধ্যে ইতালির মিলানের সান্তা মারিয়া দেল গ্রেজির ডাইনিং হলের পিছনের দেয়ালে অংকন করা হয় ।
-এ চিত্রকর্মে তিনি ফুটিয়ে তুলেছেন যিশু খ্রিষ্ট ও তাঁর বারো জন শিষ্য নিয়ে মৃত্যুর আগের শেষ নৈশভোজ
বায়োমেট্রিক হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো ,আচার -আচারণ ,বৈশিষ্ট্য ,গুনাগুণ ,ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায় ।বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যক্তি সনাক্তকরণের ক্ষেত্রে শারীর বৃত্তীয় বৈশিষ্ট্যগুলো হল -মুখ ,আইরিস ও রেটিনা ,ফিংগার প্রিন্ট এবং ডিএনএ ।
'বলাকা 'উন্নত জাতের গম শস্যের নাম ।এছাড়া আরও কিছু উন্নত জাতের গম হল অগ্রণী ,সোনালিক্যা ,আনন্দ ,আকবর ,সৌরভ ,জুপাটিকো ,গৌরব ,দোয়েল ও বরকত ।
NIPORT এর পূর্ণ রুপ হল - National Institute of Population Research and Training)
-এটি বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
-এটি  ঢাকার আজিমপুরে অবস্থিত।
-এটি ১৯৭৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়
-মার্কিন কম্পিউটার বিজ্ঞানী John McCarthy -কে কম্পিউটারের 'কৃত্রিম বুদ্ধিমত্তার জনক ' বলা হয় ।
-তিনি Alan Turing,Marvin ,Minsky ,Allen Newell এবং Herbert A. Simon প্রমুখ ব্যক্তির সহযোগে ১৯৫৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন করেন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প Nollywood নামে পরিচিত ।এখান থেকে প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা মুক্তি দেওয়া হয় ।
x³ - 3x² + 4x - 4
=x³-2x²-x²+2x+2x-4
=x²(x-2)-x(x-2)+2(x-2)
=(x-2)(x²-x+2)
দেওয়া আছে , 3x-5y=5..........(i)
এবং x/(x+y)=5/7
বা,7x=5x+5y
বা,2x=5y.
বা,x=5y/2 ........(ii)
অতএব, (i)
   3(5y/2)-5y=5
বা,15y-10y=10
বা,5y=10
বা,y=2
অতএব ,(ii)
     x=5/2×2=5
অতএব ,x-y=5-2=3
দেওয়া আছে,
f(x)=x/(x-2)
ধরি ,y=f(x)
অতএব,y=x/(x-2)
বা,xy-2y=x
বা,xy-x=2y
বা,x(y-1)=2y
বা,x=2y/(y-1)
বা,f1(y)=2y/(y-1)
বা,f1(x)=2x/(x-1)
অতএব,f1(2)=2.2/2-1
                    =4/1
                    =4
মনে করি ,ক্রয়মূল্য =100x টাকা
          অতএব , বিক্রয়মূল্য =80x টাকা
এবং 5% লাভে    "               =105x
প্রশ্নমতে ,105x-80x=100 টাকা
          বা,25x=100
         বা,x=4
অতএব, ক্রয়মূল্য =100×4=400 টাকা


দেওয়া আছে,
(6x-y,13 ) =(1,3x+2y)

অতএব,
6x -y =1............(i)
এবং 3x+2y =13 ...............(ii)
(i)× 2_(ii) বা,
           12x-2y=2
           3x  +2y =13
       _________________________
         15x         =15
      বা, x=1
অতএব, (i)
         6.1-y=1
         6-y=1
         5=y
         y=5
অতএব ,(x,y)=(1,5)


B=∠180⁰-∠A
   =180⁰-115⁰=65⁰
2a⁴ - 5a³ + 6a² - 5a + 2
=2a⁴ - 2a³-3a³+3a ²+3a ²-3a-2a+2
=2a³(a-1)-3a²(a-1)+3a(a-1)-2(a-1)
=(a-1)(2a³-3a²+3a-2)
=(a-1)(2a³-2a²-a²+a+2a-2)
=(a-1){2a²(a-1)-a(a-1)+2(a-1)}
=(a-1)(a-1)(2a²-a+2)
অতেব,অপর উৎপাদকটি =(2a²-a+2)
মনে করি ,
7 বছর পূর্বে A এর বয়স ছিল =5x বছর
                 D "        "      '     =7x বছর
অতএব ,বর্তমানে A এর বয়স =(5x+7)বছর
               "           D "        "  =(7x+7) বছর
প্রশ্নমতে ,(7x+7)-(5x+7) =14
          বা,2x=14
        বা, x =7
অতএব, D এর বর্তমান বয়স =7x+7
                                      =49+7 =56 বছর।
দেওয়া আছে,
Q/P=1/4
বা,P=4Q
অতএব ,(P+Q)/(P-Q)
            =(4Q+Q)/(4Q-Q)
           =5Q/3Q
            =5/3


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
2√2x³ + 125
=(√2x)³+(5)³
=(√2x+5){(√2x)²-√2x.5+(5)²}
=(√2x+5)(2x²-5√2x+25)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0