কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF)-এর কার্যালয়ের অধীন অডিটর (১২.০৭.২০১৯)[Exam Taker - IBA] (80 টি প্রশ্ন )
ফিলিপাইন সরকারের মাদক বিরোধী অভিযান বিতর্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত রিপোর্টের প্রতিবাদে ১৭ মার্চ ২০১৮ ফিলিপাইন আইসিসি ছাড়ার ঘোষণা দেয়, যা কার্যকর হয় ১৭ মার্চ ২০১৯ । ICC-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা ১২৩। 
বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯ অর্জন করেন। এর পূর্বে ২০১৫ সালে সেলিনা হোসেন, ২০১২ সালে ফখরুল আলম ও ২০০১ সালে শামসুর রাহমান এ পুরস্কার অর্জন করেন। ২০০১ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
পাল শাসনামলের পুরাকীর্তি ‘জগদ্দল বিহার' রাজা রামপাল কর্তৃক নির্মিত। এটি নওগাঁ জেলায় অবস্থিত। অন্যদিকে ( শালবন বিহার (সর্বপ্রাচীন) ও ভাসুবিহার অবস্থিত যথাক্রমে কুমিল্লার ময়নামতি ও বগুড়ার শিবগঞ্জে ।
জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক। জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।

বর্তমানে বাংলাদেশের GI পণ্য ১৫টি।

২০২৩ সালের জুলাই পর্যন্ত, বাংলাদেশের জিআই পণ্য সমূহঃ
.জামদানি (১৭ নভেম্বর, ২০১৬); ইলিশ (১৭) আগস্ট, ২০১৭); ক্ষীরশাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯); ঢাকাই মসলিন (১৭ জুন, ২০২১); রাজশাহী সিে (১৭ জুন, ২০২১); রংপুরের শতরঞ্জি, কালিজিরা, দিনাজপুরের কাটারী ভোগ, বিজয়পুরের সাদা মাটি জুন, ২০২১); বাগদা চিংড়ি (২৪ এপ্রিল, ২০২২)।, ফজলি আম, শেরপুরের তুলশীমালা ধান এবং সর্বশেষ স্বীকৃতি প্রাপ্ত জি আই পণ্য বগুড়ার স্পেশাল দই।।

চিরহরিৎ বনাঞ্চল বাংলাদেশের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) ও সিলেটে অবস্থিত। এ বনের বৃক্ষের পাতা কখনোই ঝরে পড়ে না ।
- মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ফরিদপুর জেলার সিংহভাগ ২নং সেক্টরের আওতাধীন ছিল। তবে কিছু অংশ ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
- ঢাকা শহর ২নং সেক্টর ও
- সমগ্র চট্টগ্রাম অঞ্চল (মুহুরীর চর পর্যন্ত) ১নং সেক্টরের আওতাধীন এলাকা ছিল।
- ১০ নং সেক্টর ছিল নৌ-সেক্টর।
Microsoft power point-এ গ্রাফ ও চার্ট তৈরি করার জন্য মেনুবারের Insert অপশন ব্যবহার করা হয়।
‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২২’ এর তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে এফডিআই এসেছে  ৪৭০ কোটি ডলারের আন্তর্জাতিক ১৪টি প্রকল্পের চুক্তি হয়েছে, যা আগের বছরের তিনগুণ। এর মধ্যে ২০০ কোটি ডলার ব্যয়ে চট্টগ্রামের উত্তর হালিশহরের আনন্দ বাজারে একটি কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পটি সবচেয়ে বড়।
Microsoft word-এর মেনুবারের Insert অপশনে গিয়ে Table of contents ব্যবহার করে কোনো তথ্যের Reference Add করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ২৩৭ রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন জেমস গাপটিলের। ২০১৫ বিশ্বকাপে তিনি উইন্ডিজের বিপক্ষে রান করেন।
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। MS Access হল মাইক্রোসফট কর্পোরেশনের প্রথম windows বেইসড ডাটাবেজ প্রোগ্রাম। জনপ্রিয় ডাটাবেজ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলোঃ
- MySQL
- MS-SQL,
- MS Access,
- Oracle ইত্যাদি।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।
মেসোপটেমীয়া সভ্যতাঃ
» পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা – মেসোপটেমীর সভ্যতা।
» ‘মেসোপটেমিয়া’ অর্থ— দু'নদীর মধ্যবর্তী অঞ্চল । 
» মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চল – ইরাক ও সিরিয়া।
» মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে।
» মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল – ৪টি (সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশিরীয় ও ক্যালডীয় সভ্যতা)।
আমাজন বনকে বিশ্বের ফুসফুস বলা হয়। এ বনের ৬০% ব্রাজিলে, ১৩% পেরুতে, বাকি অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা ও সুরিনামে অবস্থিত।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে এই গোলান। ১৯৬৭ সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরাইল।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি ১৭ জুন ২০১৯ আদালতে বিচার চলাকালে অসুস্থ হয়ে আদালত কক্ষেই মৃত্যুবরণ করেন।
- জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম সিগফ্রিড লাইন।
- ওডেরনিস লাইন জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা।
- সনোরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখার নাম।
- ম্যাকনামারা হলো যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মাঝে নির্মিত রেখা, বর্তমানে যার অস্তিত্ব নেই।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ভৌগোলিকভাবে পৃথিবীর পূর্ব-পশ্চিমে তিনটি রেখা এবং উত্তর-দক্ষিণে চারটি রেখা বিস্তৃত আছে। পূর্ব-পশ্চিমের তিনটি রেখা হলো- কর্কটক্রান্তি, মকরক্রান্তি ও বিষুব রেখা। নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল. বাংলাদেশে কুমিল্লা, মুন্সীগঞ্জ, মাগুরা ও ঝিনাইদহের উপর দিয়ে এ রেখা অতিক্রম করেছে। 
-7, -9, -11, -13, -15, -17, -19, -21, -23
প্রতিটি পিলার জায়গা নেয় (২০ + ০.৫) = ২০.৫ মিটার
তাহলে, ৪৭২ মিটারে বসানো যাবে (৪৭২/২০.৫) + ১ টি
= ২৪টি।
দুইপাশে বসবে ৪৮টি।
 

লাল গোলাপ x টি ও সাদা গোলাপ y টি

শর্তমতে, ১৬ x + ১৩y = ২৯৩

অপশন থেকে সংখ্যা ধরে ২৯৩ মিলাতে হবে
তাহলে , x = ১১ ও y = ৯ ধরে পাই
(১৬××১১) + (১৩×) = +=


১৬ জন বালক ১ দিনে করতে পারে ১৬/(৩২*২৪) = ১/৪৮ অংশ
১৬ জন বালিকা ১ দিনে করতে পারে ১৬/(২৪*১৬) = ১/২৪ অংশ

তাহলে, ১৬ জন বালক ও ১৬ জন বালিকা একত্রে ১ দিনে করে = ১/৪৮ + ১/২৪ = ১/১৬ অংশ
তারা ১২ দিনে করবে, ১২/১৬ = ৩/৪ অংশ।
পরের ২ দিনে করবে ১/৮ অংশ।

বাকী থাকল, ১/৮ অংশ।

১/২৪ অংশ ১ দিনে করে ১৬ জন বালিকা
১ অংশ ১ দিনে করবে (১৬*২৪) জন বালিকা
১/৮ অংশ ২ দিনে করবে (১৬*২৪)/১৬ জন বালিকা
= ২৪ জন বালিকা
তাহলে, ২৪ জন নতুন বালিকা লাগবে।


ধরি, ক হতে খ এর দূরত্ব x কি.মি.
১ম ট্রেনের সময় লাগে = ১১ - ৪ = ৭ ঘন্টা
২য় " " " " = ১০ - ৫.৫ = ৪.৫ "

১ম ট্রেনের গতিবেগ = x৭কি.মি.

২য় " " " x৪.৫ কি.মি. ঘণ্টা

ধরি, তারা ভোর ৪ টা বাজার t ঘণ্টা পর

অতিক্রম করেছে ২য় ট্রেন ১.৫ ঘণ্টা পর যাত্রা করেছে

শর্তমতে,

(x৭×t) + {x৪.৫×(t - ১.৫)} = x

⇒x(t৭ + t - ১.৫৪.৫) = x

⇒৪.৫t + ৭t - ১০.৫৩১.৫ = ১

⇒১১.৫t = ৩১.৫ + ১০.৫ = ৪২
.'. t = ৩.৬৫ = ৩ ঘণ্টা ৩৯ মিনিট (প্রায়)

.'. অতিক্রম করে = ৪টা + ৩ ঘণ্টা ৩৯ মিনিট

= ৭ টা ৩৯ মিনিট।


মনে করি,
আগের দাম x টাকা
তাহলে, 18% কমলে দাম হয় .82x টাকা
প্রশ্নমতে,
.82x = 4100
=> x = 5000
বর্তমান দাম = 4100 + (4100 এর 25%) = 5125
পার্থক্য = (5125 - 50000 = 125 টাকা
মনে করি,
আগে ১০০ টাকায় ১০০টি বিক্রি করতেন।
তাহলে, আগের বিক্রয় মুল্য = ১০,০০০ টাকা
বর্তমান হিসেবে,
(১০০ + x) (১০০ - y) = ১০,০০০
=> x= ১০০y / (১০০ - y)

শর্তমতে, ১১১% =৭২১৫০ টাকা

.'. ১ % = ৭২১৫০/১১১  Χ ১০৯

          =৭০৮৫০ 


ধরি,
জুন মাসে প্রতি কেজি ফজলি আমের দাম ছিল x টাকা
∴ " " " " ল্যাংড়া " " "x টাকা

∴ জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম =(x+x এর ৪০/১০০ )টাকা
=১৪০x/১০০ টাকা
=১৪x/১০ টাকা


∴ " " " " ল্যাংড়া " " (x-x এর ২০/১০০) টাকা
=৮০x/১০০ টাকা
= ৮x/১০ টাকা

জুলাই মাসে ২ কেজি আমের দাম =(১৪x/১০ +৮x/১০ ) টাকা
=২২x/১০ টাকা

প্রশ্নমতে,
২২x/১০=৭৭ ×২
বা,x =১৫৪০/২২
∴ x = ৭০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
U = A + B - (AUB)
বাস এবং রাইড শেয়ারিং ব্যবহার করে = {(৯০ + ১৫) - ১০০}% = ৫%
রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্র বাস ব্যবহার করে = ৫/১৫ * ১০০% = ৩৩.৩৩%
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0