Correct Answer: Option C
Solution:
প্রশ্নে বলা হচ্ছে, রেহানা বললেন যে কামালের বাবার বাবা আমার বাবা । প্রশ্ন হলো রেহানার সাথে কামালের সম্পর্ক কি ?
রেহেনা হলেন কামালের Aunt.
কারণ, রেহেনার ভাইয়ের ছেলে যদি কামাল হয়, তবে কামালের বাবা হবে রেহানার ভাই । আর রেহানার ভাইকেও বাবা তো রেহানার বাবাই হবে ।
রেহানা কামালকে বলতে পারেন যে তোমার বাবার বাবা হলেন আমার বাবা । তাই রেহানা হলেন কামালের Aunt বা ফুফু ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions