৫ টাকায় ২টি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
Correct Answer: Option B
৪০% লাভে বিক্রয়মূল্য (১০০+৪০) টাকা বা ১৪০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা
" ৫ " " " ১৪০×৫/১০০ = ৭ টাকা
৭ টাকায় বিক্রয় করতে হবে ২টি কমলা
১ " " " " ২/৭ টি "
৩৫ " " " " ২×৩৫/৭ টি "
= ১০ টি কমলা ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions