△ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD এর মান-
A 150°
B 180°
C 140°
D 160°
Solution
Correct Answer: Option A
ত্রিভুজের কোনো বাহু বর্ধিত করা হলে উৎপন্ন বহিঃস্থ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান ।

তাহলে,
∠ACD = ∠ABC + ∠BAC
∠ACD = 90
o + 60
o ∠ACD = 150
o