Suez Canal is between

A Mediterranean Sea and Red Sea

B Mediterranean Sea and North Sea

C Arabian Sea and Red Sea

D Red Sea and North Sea

Solution

Correct Answer: Option A

সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে। মিশরে অবস্থিত সুয়েজ খাল সিনাই উপদ্বীপকে মিশরের মূল খন্ড থেকে বিচ্ছিন্ন করেছে।
- এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। 
- এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে, এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions