গিয়াসউদ্দীন তুঘলকের মৃত্যুর পর তাঁর জেষ্ঠ্যপুত্র জুনা খান দিল− দিল্লীর সিংহাসনে আরোহন করেন। উপাধি গ্রহণ করেন মুহম্মদ বিন তুঘলক। তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান সুলতান। কোন কোন ঐতিহাসিক তাঁকে ‘যুগের বিস্ময়’ বলে অভিহিত করেছেন। তিনি ১৩২৫ থেকে ১৩৫১ পর্যন্ত দীর্ঘ ২৬ বছর শাসন করেন। এই সময়ের মধ্যে তিনি কতগুলো পরিকল্পনা গ্রহণ করেন। ঐতিহাসিক জিয়াউদ্দীন বারণী সুলতানের পাঁচটি পরিকল্পনার কথা বলেছেন। এই পরিকল্পনাগুলো ছিল:
- দেবগিরিতে রাজধানী স্থাপন,
- খোরাসান অভিযান,
- কারাচিল অভিযান,
- প্রতীক মুদ্রার প্রচলন এবং
- দোয়াবে কর বৃদ্ধি।