নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?

A ঙ, ঞ

B ং, ঃ

C শ, ঘ

D র, ঢ়

Solution

Correct Answer: Option B

- -ং ,ঃ ঁ -এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না ।
- এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধবনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয় ।
- তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions